Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Omicron is spreading at incredible speeds around the world, says Hu

ওমিক্রন অবিশ্বাস্য গতিতে বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ছে, বলছে হু

ওমিক্রন অবিশ্বাস্য গতিতে বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ছে, বলছে হু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ঢেউ

ওমিক্রন অবিশ্বাস্য গতিতে বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ছে, বলছে হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সতর্ক করে বলেছে, করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন অবিশ্বাস্য গতিতে বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ছে। বিশ্বের ৭৭টি দেশে এ পর্যন্ত নতুন এ ধরনের রোগী শনাক্ত হয়েছেন।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানোম গেব্রিয়াসুস বলেছেন, হয়তো আরও অনেক দেশেই ছড়িয়েছে এ ধরন, যা এখনো শনাক্ত হয়নি। ড. টেড্রোস বলেন, এ ধরন মোকাবেলায় প্রয়োজনীয় সবকিছু করা হচ্ছে না, যা নিয়ে তিনি উদ্বিগ্ন।

 

তিনি বলেন, ‘আমরা এখন নিশ্চিতভাবে বুঝতে পারছি যে, এ ভাইরাসকে শুরুতে একেবারেই গুরুত্ব দেইনি আমরা। এখন ওমিক্রন যদি অপেক্ষাকৃত কম গুরুতর রোগও হয়ে থাকে, আক্রান্তের হারে যে ঊর্ধ্বগতি তার জন্য স্বাস্থ্য ব্যবস্থা প্রস্তুত নয়। ফলে আবারও পুরো পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থা একটি বেকায়দায় পড়ার ঝুঁকি রয়েছে।’

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওমিক্রন ধরনকে অতি সংক্রমণশীল এবং সারা বিশ্বে এ ধরন প্রাধান্য বিস্তার করতে পারে। কিন্তু এর লক্ষণগুলো খুবই মৃদু। নভেম্বরে প্রথম দক্ষিণ আফ্রিকাতে ওমিক্রন শনাক্ত হয়। দেশটিতে এখন পর্যন্ত নতুন ধরনে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

 

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সেরিল রামাফোসা কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে এবং এখন তার শরীরে মৃদু উপসর্গ রয়েছে।ওমিক্রনের কারণে বিশ্বের অনেক দেশ দক্ষিণ আফ্রিকাতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে চাপে পড়েছে দেশটির অর্থনীতি। কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে ওমিক্রনের ছড়িয়ে পড়া আটকানো যায়নি।

 

ড. টেড্রোস ভ্যাকসিন পাবার ক্ষেত্রে দেশে দেশে বৈষম্যের বিষয়টি আবারও তুলে ধরেন। ওমিক্রন ধরনের বিস্তার ঠেকাতে অনেক দেশই এখন বুস্টার ডোজ দেয়া শুরু করছে।ফাইজার/বায়োএনটেকের ভ্যাকসিন নিয়ে করা এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এটি মূল স্ট্রেনের তুলনায় ওমিক্রনের বিরুদ্ধে অনেক কম নিরপেক্ষ অ্যান্টিবডি তৈরি করে। কিন্তু এ ঘাটতি তৃতীয় একটি ডোজ বা বুস্টার ডোজের মাধ্যমে মেটানো সম্ভব।

 

আর ও পড়ুন    ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেল বাংলার দুর্গাপুজো

 

ড. টেড্রোস বলেছেন, করোনা ভাইরাস-১৯ ঠেকাতে ভ্যাকসিনের বুস্টার ডোজ ‘গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে’, কিন্তু ‘গুরুত্বের বিচারে কাদের দেয়া হবে তা নির্ধারণ’ সেটাই মূল প্রশ্ন।তিনি বলেন, ‘অসুখবিসুখ বা মৃত্যু ঝুঁকি কম রয়েছে- এমন মানুষকে বুস্টার দেয়া হলে, যারা উচ্চ ঝুঁকিতে রয়েছেন কিন্তু টিকার সরবারহ পাচ্ছেন না বলে এখনো প্রথম ডোজ টিকাই দিতে পারেননি, তারা মারাত্মক বিপদে পড়বেন।’

 

বিশ্বের বহু দেশ বিমানযাত্রীদের উপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছেটিকা শেয়ার করার বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স সাম্প্রতিক মাসগুলোতে ভ্যাকসিনের যোগান বাড়িয়েছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তাদের আশংকা অচিরেই আবারও টিকার ঘাটতি দেখা দিতে পারে।চলতি বছরের মাঝামাঝি ভারতে কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ার পর দেশটি টিকা রপ্তানি বন্ধ করে দিলে বিশ্বে টিকার যোগানে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছিল। বিশ্বের অনেক দরিদ্র দেশে এখনো অনেক মানুষ এক ডোজ টিকাও পাননি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top