বারাসাতে অবৈধ জল কারখানার হদিস। জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ফুড সেফটি ডিপার্টমেন্ট ও বারাসাত থানার যৌথ অভিযানে গ্রেপ্তার কারখানার মালিক সুরজিৎ হালদার। আজ ধৃতকে বারাসাত আদালতে তোলা হলো।
গোপন সূত্রের মারফত , বারাসাত থানার পুলিশ, জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও ফুড সেফটি ডিপার্টমেন্ট বারাসাত এক নম্বর পান্নাঝিল এলাকায় অবৈধ জল কারখানার হদিস পায়। সেইমতো শনিবার দুপুরে পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় অবৈধভাবে কারখানার জল উৎপাদন হচ্ছিল এবং কারখানার বৈধ লাইসেন্স ছিল না।
আর ও পড়ুন হাতির হামলায় প্রাণ গেলো এক যুবকের
কারখানার মালিক সুরজিৎ হালদারকে গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে রাজ্য খাদ্য আইনের 56 ও 63 ধারায় এবং আইপিসি 272, 273, 420 ধারায় মামলা রুজু করে বারাসাত থানার পুলিশ। রবিবার ধৃতকে বারাসাত আদালতে তোলে বারাসাত থানার পুলিশ।
উল্লেখ্য, বারাসাতে অবৈধ জল কারখানার হদিস। জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ফুড সেফটি ডিপার্টমেন্ট ও বারাসাত থানার যৌথ অভিযানে গ্রেপ্তার কারখানার মালিক সুরজিৎ হালদার। আজ ধৃতকে বারাসাত আদালতে তোলা হলো। গোপন সূত্রের মারফত , বারাসাত থানার পুলিশ, জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও ফুড সেফটি ডিপার্টমেন্ট বারাসাত এক নম্বর পান্নাঝিল এলাকায় অবৈধ জল কারখানার হদিস পায়। সেইমতো শনিবার দুপুরে পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় অবৈধভাবে কারখানার জল উৎপাদন হচ্ছিল এবং কারখানার বৈধ লাইসেন্স ছিল না।
কারখানার মালিক সুরজিৎ হালদারকে গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে রাজ্য খাদ্য আইনের 56 ও 63 ধারায় এবং আইপিসি 272, 273, 420 ধারায় মামলা রুজু করে বারাসাত থানার পুলিশ। রবিবার ধৃতকে বারাসাত আদালতে তোলে বারাসাত থানার পুলিশ।
বারাসাতে অবৈধ জল কারখানার হদিস। জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ফুড সেফটি ডিপার্টমেন্ট ও বারাসাত থানার যৌথ অভিযানে গ্রেপ্তার কারখানার মালিক সুরজিৎ হালদার। আজ ধৃতকে বারাসাত আদালতে তোলা হলো। গোপন সূত্রের মারফত , বারাসাত থানার পুলিশ, জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও ফুড সেফটি ডিপার্টমেন্ট বারাসাত এক নম্বর পান্নাঝিল এলাকায় অবৈধ জল কারখানার হদিস পায়। সেইমতো শনিবার দুপুরে পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় অবৈধভাবে কারখানার জল উৎপাদন হচ্ছিল এবং কারখানার বৈধ লাইসেন্স ছিল না।