হাওড়ায় অবৈধভাবে তৈরি একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য বাঁকড়ার মিশ্র পাড়াতে। সোমবার হাওড়ায় অবৈধভাবে তৈরি একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যাচ্ছে, এদিন দুপুর একটা নাগাদ ডোমজুড় ফাঁড়ির অন্তগত বাঁকড়া মিশ্র পাড়াতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলেই মনে করছে স্থানীয় বাসিন্দারা।
বিদ্যুৎ বিভাগের এরিয়া ম্যানেজার সমীর কুমার পাল জানান, এই পুড়ে যাওয়া বাড়ি তৈরির ক্ষেত্রে কোনো আইন মানা হয়নি। তিনি জানান, হাওড়া-লিলুয়া সার্কিট দিয়ে হাওড়ার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। সেই সার্কিটটি হঠাৎ বসে যায়।
আর ও পড়ুন সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে পারিবারিক বিবাদের জেরে দাদার হাতে খুন ভাই
এরপর আবার ওই সার্কিট চালু না করে কোন জায়গা থেকে বৈদ্যুতিক সমস্যা হয়েছে তার অনুসন্ধানে এসে তারা এক চাঞ্চল্যকর বিষয় উদঘাটন করেন। এখানে ওই সার্কিটের তলাতেই অবৈধভাবে বাড়ি তৈরি করা হয়েছে। লাইনের থেকে নূন্যতম যে দূরত্ব রাখা উচিত এখানে তাও মেনে চলা হয়নি বলেই দাবি করেন তিনি। তারা দমকল বিভাগকে খবর দেন আগুন নেভানোর জন্য। বাড়ি থেকে সবাইকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়।
এরপর প্রশাসন এর সাহায্যে তারা বাড়ি ভাঙার কাজ শুরু করেন। ভাঙার কাজ সম্পুর্ন হলে ফের সার্কিটটি চালু করার কাজ তারা শুরু করবেন। নাহলে সন্ধ্যেবেলা হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল অন্ধকারে ডুবে যাবে বলেই দাবি করেন তিনি। তিনি আরো জানান, হাওড়ার প্রশাসনের সঙ্গে বসে এই হাই টেনশন লাইনের নীচে অবৈধভাবে তৈরি বাড়ির সমস্যা নিয়ে তারা আলোচনা করবেন। পাশাপাশি ওই বাড়ির সদস্য সুরজ সাউ জানান তিনি বাইরে খেতে গেছিলেন। ফিরে এসে দেখেন বাড়ির সামনের পোস্টে আগুন জ্বলছে। পাশাপাশি বাড়িতেও আগুন ধরেছে। এরপর সবাইকে সেখান থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়।