অবৈধভাবে রেলের টিকিটের ব্যবসার অভিযোগ,গ্রেপ্তার ১। অবৈধভাবে রেলের সংরক্ষিত টিকিটের ব্যবসায় যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল আর পি এফ। মেখলিগঞ্জের জয়ী সেতু সংলগ্ন বেলতলী এলাকায় একটি দোকানে অভিযান চালায় আর পি এফ এর নিউ জলপাইগুড়ির ইন্সপেক্টর বিশ্বনাথ মারডি। আরপিএফ সূত্রে জানা গিয়েছে,বাচ্চু মোহাম্মদ নামে ওই যুবক পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১৭ নম্বর খাস বস এলাকার বাসিন্দা।
দীর্ঘদিন থেকে ওই যুবক আইআরসিটিসি থেকে চারটি পার্সোনাল আইডির মাধ্যমে এই চক্র পরিচালনা করতো। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় রেল অধিনিয়ম ১৪৩ অনুসারে নির্দিষ্ট মামলা দায়ের করা হবে, এছাড়াও ওই ব্যক্তির কাছ থেকে ১২ টি ই টিকিট যার মূল্য ৩৭ হাজার ৮৬১ টাকা দুইটি মোবাইল, একটি ট্যাব, একটি ডেক্সটপ কম্পিউটার ও প্রিন্টার বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে আরপিএফ নিউ জলপাইগুড়ি।
আরও পড়ুন – সুন্দরবন পরিদর্শন নিয়ে প্রচার চায়নি তৃণমূল
উল্লেখ্য, অবৈধভাবে রেলের সংরক্ষিত টিকিটের ব্যবসায় যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল আর পি এফ। মেখলিগঞ্জের জয়ী সেতু সংলগ্ন বেলতলী এলাকায় একটি দোকানে অভিযান চালায় আর পি এফ এর নিউ জলপাইগুড়ির ইন্সপেক্টর বিশ্বনাথ মারডি। আরপিএফ সূত্রে জানা গিয়েছে,বাচ্চু মোহাম্মদ নামে ওই যুবক পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১৭ নম্বর খাস বস এলাকার বাসিন্দা।
দীর্ঘদিন থেকে ওই যুবক আইআরসিটিসি থেকে চারটি পার্সোনাল আইডির মাধ্যমে এই চক্র পরিচালনা করতো। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় রেল অধিনিয়ম ১৪৩ অনুসারে নির্দিষ্ট মামলা দায়ের করা হবে, এছাড়াও ওই ব্যক্তির কাছ থেকে ১২ টি ই টিকিট যার মূল্য ৩৭ হাজার ৮৬১ টাকা দুইটি মোবাইল, একটি ট্যাব, একটি ডেক্সটপ কম্পিউটার ও প্রিন্টার বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে আরপিএফ নিউ জলপাইগুড়ি।