অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযানে নামল দিনহাটা থানার পুলিশ। অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযানে নামলো দিনহাটা থানার পুলিশ। সাহেবগঞ্জ এবং সিতাই থানার পর এবার দিনহাটা থানার পুলিশ শুক্রবার দিনহাটা ১ নম্বর ব্লকের গোসানিমারি এক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ বিঘা জমির অবৈধ গাঁজা চাষ ধ্বংস করল দিনহাটা থানার পুলিশ। এদিন বেলা এগারোটা নাগাদ দিনহাটা থানার একদল পুলিশ এই অভিযান শুরু করে। বেশ কয়েক ঘন্টা অভিযান চালিয়ে ব্যাপক পরিমাণ গাঁজা চাষ ধ্বংস করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনহাটায় ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় অবৈধ গাঁজা চাষ জাঁকিয়ে বসেছে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীরা যৌথভাবে গোসানিমারি এলাকায় যায় এবং ওই এলাকার বেশ কয়েকটি গ্রামে অভিযান চালায়। অভিযানের ফলে অন্তত ৫০ বিঘা জমির অবৈধ গাঁজা গাছ কেটে সেগুলি জড়ো করে আগুন লাগিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, এই অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে।
আরও পড়ুন – দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার মেলা
দিন কয়েক আগে দিনহাটার সিতাই থানা এলাকার সিংগীমারী গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৫০ বিঘা জমির এই অবৈধ গাঁজা চাষ ধ্বংস করে সিতাই থানার পুলিশ। এর আগেও দিনহাটা 2 নম্বর ব্লকের বড় শাক দল গ্রাম পঞ্চায়েত এলাকার রাখালমারি গ্রামে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা চাষ ধ্বংস করে সাহেবগঞ্জ থানার পুলিশ। এবার এই অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযানে নামল দিনহাটা থানার পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, দিনহাটার বিভিন্ন এলাকায় বেশ কয়েক বছর ধরেই অবৈধ গাজা চাষ জাঁকিয়ে বসেছে। মাঝেমধ্যে পুলিশ এই গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালালেও তা বন্ধ হচ্ছে না। এদিন এই অবৈধ গাজা চাষের বিরুদ্ধে ফের অভিযানে নামলো দিনহাটা থানার পুলিশ।