অবৈধ টোটোর বিরুদ্ধে রাস্তায় টোটো চালকরা!

অবৈধ টোটোর বিরুদ্ধে রাস্তায় টোটো চালকরা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অবৈধ টোটোর বিরুদ্ধে রাস্তায় টোটো চালকরা! এইবার অবৈধ টোটোর বিরুদ্ধে খোদ রাস্তায় নামলো মেদিনীপুর শহর ই রিক্সা টোটো অপারেটিভ ইউনিয়ন। এদিন কয়েক শো টোটো ড্রাইভার তারা মিছিল করে গিয়ে জেলা কালেক্টরেটে উপস্থিত হন। সেখানে গিয়ে বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশন জমা দেন জেলাশাসকের কাছে।

 

এই টোটো ইউনিয়নের দাবি শহর ও জেলা জুড়ে প্রতিদিন হাজার হাজার অবৈধ রেজিস্ট্রেশন বিহীন টোটো নামছে রাস্তায়। মূলত একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা মুনাফা লাভের সুবিধার্থে এক ও একাধিক টোটো কিনে রাস্তায় নামিয়েছে। যার ফলে বৈধ টোটো চালকরা সমস্যায় পড়েছেন এবং সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। কারণ দিনের পর দিন যাত্রীরা কোনভাবেই তাদের টোটোয় উঠছে না, ব্যবসা লসে রান করছে। যার ফলে দিন আনা দিন খাওয়া এই টোটো চালকরা এখন আতঙ্কগ্রস্থ। এই অবস্থায় এদিন তারা বিক্ষোভে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন – নিজের মেয়ে নাতনির ওপরে এসিড ছুড়ে মারলো নিজেরই মা বাবা সঙ্গে বাদ গেল না নিজেদের নাতনও

উল্লেখ্য, এইবার অবৈধ টোটোর বিরুদ্ধে খোদ রাস্তায় নামলো মেদিনীপুর শহর ই রিক্সা টোটো অপারেটিভ ইউনিয়ন। এদিন কয়েক শো টোটো ড্রাইভার তারা মিছিল করে গিয়ে জেলা কালেক্টরেটে উপস্থিত হন। সেখানে গিয়ে বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশন জমা দেন জেলাশাসকের কাছে। এই টোটো ইউনিয়নের দাবি শহর ও জেলা জুড়ে প্রতিদিন হাজার হাজার অবৈধ রেজিস্ট্রেশন বিহীন টোটো নামছে রাস্তায়।

 

মূলত একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা মুনাফা লাভের সুবিধার্থে এক ও একাধিক টোটো কিনে রাস্তায় নামিয়েছে। যার ফলে বৈধ টোটো চালকরা সমস্যায় পড়েছেন এবং সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। কারণ দিনের পর দিন যাত্রীরা কোনভাবেই তাদের টোটোয় উঠছে না, ব্যবসা লসে রান করছে। যার ফলে দিন আনা দিন খাওয়া এই টোটো চালকরা এখন আতঙ্কগ্রস্থ। এই অবস্থায় এদিন তারা বিক্ষোভে অংশগ্রহণ করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top