হুগলি – উদ্বোধনের আগেই আবু বক্কর সিদ্দিকী মেমোরিয়াল হাসপাতালকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে হাসপাতালের অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে। স্থানীয় ছেলেমেয়েদের সুযোগ দেওয়ার দাবিতে এলাকায় পোস্টার ও ব্যানারও লাগানো হয়েছে।
ভাঙড়ের আইএসএফ বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী শাসকদলকে আক্রমণ করে বলেন, শাসকদল তৃণমূলের মদতে হাসপাতালে বাইরে থেকে অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে। তাঁর অভিযোগ, ফুরফুরা অঞ্চলের মানুষ সুযোগ পাচ্ছে না। তিনি বলেন, “বেশ কয়েকদিন ধরে কানাঘুষো চলছিল। খবর পাচ্ছি, অবৈধ লেনদেনের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। আমি চাই, এলাকার ছেলেরা কাজ পাক। তাতে বেশিরভাগ তৃণমূলের ছেলে হলেও অসুবিধা নেই।” তিনি আরও দাবি করেন, বিরোধীরা এই পোস্টার-ব্যানারের মাধ্যমে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।
অন্যদিকে, পোস্টার ও ব্যানার লাগানো লোকেরা দাবি করেছেন, “অন্য এলাকার লোকদের অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হচ্ছে। এখানকার মানুষদের সুযোগ দেওয়া হয়নি। আমাদের দাবি, এলাকার ছেলেমেয়েদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।”
হাসপাতাল নির্মাণ এখনও সম্পূর্ণ হয়নি, এবং উদ্বোধনের আগেই এই ধরনের অভিযোগ উত্থাপন রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। হাসপাতালের কিছু অংশের গ্রামবাসী মনে করছেন, বিরোধীরা চক্রান্ত করে ফুরফুরার উন্নয়ন রুখতে চাইছে। ফলে, হাসপাতাল উদ্বোধনের আগে নিয়োগ সংক্রান্ত এই বিতর্ক রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
