মেদিনীপুরে অবৈধ নির্মাণকারীদের হামলার মুখে পড়লেন পৌর কর্মীরা! মেদিনীপুর শহরের নান্নুরচক এলাকাতে মেদিনীপুর পৌরসভার একটি জল প্রকল্পের জমি রয়েছে। প্রকল্পের কাজ না হওয়াতে দীর্ঘদিন ধরে ফাঁকা পড়েছিল। সেই জমিতেই একটু একটু করে দখল করে বিভিন্ন নির্মাণ করে ফেলেছেন স্থানীয় কিছুজন। সম্প্রতি প্রকল্পের কাজ শুরু করতে গিয়ে উচ্ছেদে যেতেই বাধার মুখে মেদিনীপুর পৌরসভা। এদিন উচ্ছেদ কাজে গিয়ে ওই অবৈধ নির্মাণকারীদের হামলার মুখে পড়লেন পৌর কর্মীরা। ঘটনায় পৌর কর্মীসহ মোট ১০ জন জখম, কয়েকজন ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
কয়েক মাস আগে এই জল প্রকল্পের জমি খালি করতে গিয়ে জবরদখলকারীরা সমানভাবে সমস্ত জবর দখলকারীকে উচ্ছেদের দাবি জানায়। সেই প্রক্রিয়াতে পক্ষপাতিত্ব হচ্ছে অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল জবর দখলকারীদেরই একটা অংশ। সম্প্রতি উচ্চ আদালত মেদিনীপুর পৌরসভাকে নির্দেশ দিয়েছে অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদ হোক। সোমবার সেই নির্দেশিকার পর পৌরসভার সাফাই কর্মীদের নিয়ে পৌর আধিকারিকরা উচ্ছেদ করতে গিয়েছিলেন। দেখা যায় পৌর প্রকল্পের সেই জমির উপরে অবৈধ নিকাশি নালা তৈরি হয়েছে।
আরও পড়ুন – এসএসসি কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষার চাকরিপ্রার্থীদের বিক্ষোভ সল্টলেক আচার্য সদনের সামনে
সেই নালার বেড়া তুলতে যেতেই বিভিন্ন অজুহাতে হামলা করেন স্থানীয় কয়েকজন।দুই পক্ষের হামলাতে রীতিমত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায়। একে অপরকে হামলা করায় উভয় পক্ষের মোট ১০ জন জখম হয়েছেন। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকেই। পরে পরিস্থিতি সামাল দিয়েছে কোতয়ালী থানার পুলিশ। স্থানীয় ও নির্মাণকারীদের পক্ষ থেকে অতসী দাস বলেন, “কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পৌরসভার এই জায়গাতেই অবৈধ নির্মাণ করে চলেছেন।
আমরা বাধা দিয়েছিলাম। সেই নির্মাণকারীদের কোনরকম পদক্ষেপ না নিয়ে আমাদের জায়গার উপর উচ্ছেদ করতে এসেছিল। যার উচ্ছেদ নোটিশ ও দেখাতে পারেনি। আমাদের পরিবারের সকলেই বাধা দিতে এভাবে হামলা করেছে পৌরসভার কর্মীরা।” পৌরসভার আক্রান্ত কর্মী ঝন্টু নায়ক বলেন, “পৌরসভার নির্দেশে আমরা সাফাই কর্মীরা ওই অবৈধ নালা সব সরাতে গিয়েছিলাম।মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, “জবরদখল করে নিকাশি নালা আদালতের নির্দেশে তা উচ্ছেদ করতে দাসের পরিবার। বিষয়টি আমরা পুলিশকে নিচ্ছে।”