অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাড়ির বাসিন্দাদের সঙ্গে বচসায় কর্মীরা । পৌর নিগম এলাকায় অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাড়ির বাসিন্দাদের সঙ্গে বচসাতে জড়িয়ে পড়লেন ভাঙাই কর্মীরা। পৌর নিগমের কাছে আসা অভিযোগের ভিত্তিতেই এই বহুতলের নির্দিষ্ট অবৈধ অংশ ভাঙতে পৌর কর্মীরা যায়। বাসিন্দাদের অভিযোগ, তাদেরকে নোটিশ না দিয়েই ভাঙ্গার জন্য আসে পৌর নিগমের কর্মীরা। অভিযোগ, বাবুডাঙ্গা এলাকার পি কে ব্যানার্জী রোডের ওই ছয়তলার বহুতলে অবৈধ নির্মাণ কাজ চলছিল। যার জেরেই পৌর নিগম থেকে লোক পাঠানো হয়েছে অবৈধ অংশ ভেঙ্গে ফেলার জন্য।
বিনা নোটিশে ভাঙ্গতে এলে ওই বহুতলের বাসিন্দাদের থেকে বাধা প্রাপ্ত হন আধিকারিকরা। এরপর পৌর নিগমের পক্ষ থেকে থানাতে খবর পাঠানো হলে ঘটনাস্থলে আসে পুলিশ আধিকারিকরা। এরপর ভাঙ্গার কাজ শুরু করেন পৌর নিগমের কর্মীরা। ঘটনা প্রসঙ্গ ওই বহুতলের বাসিন্দা ববিতা সাহা অভিযোগ করেন, সোমবার সন্ধ্যেবেলা পৌর কর্মীরা এসে জানায় তাদের বহুতলের অবৈধ নির্মাণ ভাঙ্গার কথা। এরপর তারা তাদের থেকে ভাঙ্গার আইনি অনুমতি দেখতে চাইলে তাদেরকে পৌর নিগমের অফিসে দেখা করতে বলেন। তিনি জানান, যখন ভাঙ্গার কাজ চলছে তখন পৌর নিগমের অফিসে কথা বলতে গিয়ে কোনো কাজ হবে না। তিনি আরও বলেন যারা প্রতিপত্তিশালী তাদের জন্য সব ব্যবস্থা রয়েছে।
তবে তাদের জন্য কিছু নেই। অপর এক বাসিন্দা সবিতা দেবী একই অভিযোগ করে বলেন, বিনা নোটিশ দিয়েই ভাঙ্গার কাজ চলছে। যদিও বাসিন্দাদের দাবিকে অস্বীকার করে পৌর নিগমের মুখ্য প্রশাসক দাবি করেন যিনি ওই বহুতল তৈরি করছে তাকে নোটিশ দেওয়া হয়েছে। পৌর নিগমের এটা নিয়ম। ওই নির্মাণকারী ব্যক্তিকে ডেকে পাঠিয়ে অবৈধ অংশ ভাঙ্গতে বলা হয়েছিল। তবে তিনি তা করেননি। তাই পৌর নিগমের লোক ভাঙ্গতে গেছে। এটা সম্পূর্ন আইনি পদ্ধতিতেই করা হচ্ছে বলেই দাবি করেন মুখ্য প্রশাসক।