অবৈধ প্রেমের জেরেই স্ত্রীকে খুন বিএসএফ কর্মীর!

অবৈধ প্রেমের জেরেই স্ত্রীকে খুন বিএসএফ কর্মীর!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা – অবৈধ প্রেমে বাধা দেওয়ায় স্ত্রী পম্পা চাটার্জীকে গলা টিপে খুনের অভিযোগ উঠেছে BSF কর্মী দীপঙ্কর চাটার্জীর বিরুদ্ধে। শ্রীনগরে কর্মরত দীপঙ্করকে নোয়াপাড়া থানার পুলিশ আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রেমিকার সঙ্গে সম্পর্ক নিয়ে দীপঙ্কর ও পম্পার মধ্যে প্রায়ই বিবাদ হতো।শুক্রবার সকালে তর্ক চরমে পৌঁছলে দীপঙ্কর কথিতভাবে পম্পাকে শ্বাসরোধ করে হত্যা করেন।মৃতার পরিবারের অভিযোগ, “দীপঙ্কর দীর্ঘদিন ধরে আমাদের মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। তার অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় এই নৃশংস ঘটনা।” স্থানীয়রা জানান, দম্পতির মধ্যে ঝগড়া নতুন নয়, তবে এমন পরিণতি অকল্পনীয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে এবং দীপঙ্করের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top