
নিউজ ডেস্ক,নদীয়া: ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুত ও সেই সিলিন্ডারের গ্যাস কে অবৈধ ভাবে বিভিন্ন গাড়ী তে রিফিলিং করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো নাকাশিপাড়া থানার পুলিশ।ধৃত ব্যাক্তির নাম শ্যামল নস্কর।গোপনসূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বেথুয়াডহরি এলাকার ব্রজপুর গ্রাম থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে নাকাশিপাড়া থানার পুলিশ।ধৃতের কাছ থেকে পুলিশ ৬০ টি ডোমেস্টিক ও ৫ টি কমার্শিয়াল সিলিন্ডার ও তিনটি গ্যাস রিফিলিং এর মেশিন বাজেয়াপ্ত করেছে।পুলিশ সূত্রে খবর,ধৃত শ্যামল নস্কর কিছু এজেন্ট এর মাধ্যমে বিভিন্ন বাড়ী থেকে,গ্যাস ডেলিভারি করার গাড়ী থেকে ডোমেস্টিক ও কমার্শিয়াল গ্যাস অবৈধ ভাবে কিনে মজুত করতেন।পরে সেই গুলি বিভিন্ন গ্যাস চালিত গাড়ী ও অটো রিস্কায় মোটা টাকার বিনিময়ে রিফিলিং করতেন।শুক্রবার ধৃত শ্যামল নস্করকে কৃষ্ণনগর আদালতে তুলেছে পুলিশ।এই ব্যক্তির সাথে আরও কারাকারা এই চক্রের সাথে জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।



















