নিজস্ব সংবাদদাতা, রনিগঞ্জ, ১৬ নভেম্বর, অবৈধ মদ বিক্রির প্রতিবাদে রানীগঞ্জ রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামল এবার একদল মহিলা।।ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার কাটা গড়িয়ার চাঁদ ডাঙ্গা অঞ্চলে। রাস্তা অবরোধের জেরে এক ঘণ্টা অবরুদ্ধ থাকে রানীগঞ্জ জামুরিয়া পথ। বহু নিত্যযাত্রী থেকে অফিস যাত্রী আটকে পড়ে এই বিক্ষোভের জেরে। পরে পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের অভিযান চালানোর আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।
ঘটনা প্রসঙ্গে জানা যায়, যে আসানসোল পৌরনিগমের ৮ নাম্বার ওয়ার্ডে চাঁদ ডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরেই একটি অবৈধ মদের দোকান চালাচ্ছিল গাবু সোরেন নামের এক বাসিন্দা। বৃহস্পতিবার রাত্রে গ্রামের মহিলারা মদ মাতাল দের জ্বালায় অতিষ্ঠ হয়ে এলাকার ওই দোকানে বন্ধ করতে গেলে, ওই দোকান মালিকের বউ ধারালো অস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের একজনের হাতে আঘাত করে ও লোহার রড দিয়ে মারতে যায় বলে অভিযোগ। শুক্রবার এই ঘটনার প্রেক্ষিতে বিকেল পাঁচটা থেকে রাত পর্যন্ত রানীগঞ্জ জামুরিয়া যাওয়ার রাস্তা অবরোধ করে এক মানবাধিকার সংগঠনের সঙ্গে উক্ত এলাকার অসংখ্য আদিবাসী মহিলা। তারা এদিন রাস্তা অবরোধ করার ফলে রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে বহু নিত্যযাত্রী থেকে অফিস ফেরত যাত্রীরা এই যানজটের শিকার হন। পরে জামুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারী মহিলাদের ওই মদ দোকান কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা তাদের বিক্ষোভ তুলে নেয়।