অবৈধ সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে৷ খুন করে প্রমাণ লোপাটের জন্য ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো স্বামীকে৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকার হাট কৃষ্ণনগরের সায়ের পাড়ে। মৃতের নাম মোড়ে বারী(৪০)।
স্থানীয় সূত্রে খবর, পেশায় রাজমিস্ত্রী মোড়ে বাউরী প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরতো। অন্যদিকে স্বামীর এক সহকর্মীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ায় স্ত্রী মালা বাউরী। এনিয়ে প্রায়শই তাদের ঝামেলা হতো। সোমবার সকালে বাড়িতেই মোড়ে বাউরীর ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। অস্বাভাবিক এই মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরকিয়ার জেরেই স্বামী মোড়ে বাউরীকে স্ত্রী মালা বাউরী ‘খুন’ করেছে স্থানীয়দের একাংশ অভিযোগ করছেন।
মৃতের দাদার দাবি, ভাইয়ের বৌ মালা বাউরী ও তার প্রেমিক শ্বাসরোধ করে মোড়ে বাউরীকে খুন করেছে। এমনকি প্রায়শই ভাইকে ‘ঘুমের ওষুধ’ খাওয়ানো হতো বলেও তিনি অভিযোগ করেন। পরে খবর পেয়ে গ্রামে পৌঁছায় পাত্রসায়ের থানার পুলিশ। পুলিশের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় কেউ আটক বা গ্রেফতার হয়নি। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন – মৃন্ময়ী মাতার আগমন বার্তা বরানগর ন’পাড়ায় খুঁটি পুজো
উল্লেখ্য, অবৈধ সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। খুন করে প্রমাণ লোপাটের জন্য ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো স্বামীকে৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকার হাট কৃষ্ণনগরের সায়ের পাড়ে। মৃতের নাম মোড়ে বারী(৪০)। স্থানীয় সূত্রে খবর, পেশায় রাজমিস্ত্রী মোড়ে বাউরী প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরতো। অন্যদিকে স্বামীর এক সহকর্মীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ায় স্ত্রী মালা বাউরী।
এনিয়ে প্রায়শই তাদের ঝামেলা হতো। সোমবার সকালে বাড়িতেই মোড়ে বাউরীর ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। অস্বাভাবিক এই মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরকিয়ার জেরেই স্বামী মোড়ে বাউরীকে স্ত্রী মালা বাউরী ‘খুন’ করেছে স্থানীয়দের একাংশ অভিযোগ করছেন।মৃতের দাদার দাবি, ভাইয়ের বৌ মালা বাউরী ও তার প্রেমিক শ্বাসরোধ করে মোড়ে বাউরীকে খুন করেছে। এমনকি প্রায়শই ভাইকে ‘ঘুমের ওষুধ’ খাওয়ানো হতো বলেও তিনি অভিযোগ করেন। পরে খবর পেয়ে গ্রামে পৌঁছায় পাত্রসায়ের থানার পুলিশ।