অবৈধ সম্পর্কের জেরে খুন এক ব্যক্তি।মৃতের নাম নাজিমুদ্দিন সেখ(৫০)।তার বাড়ি রানীনগর থানার উত্তর চর মাঝের দিয়ার অঞ্চলে ।মঙ্গলবার সকালে মাঠের মাঝে তার মৃত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।খবর দেওয়া হয় রানীনগর থানার পুলিশকে।পুলিশের প্রাথমিক অনুমান স্থানীয় এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল এই ব্যক্তির, আর তার জেরেই খুন।মৃতের গোপনাঙ্গ কেটে খুন করা হয়েছে। মৃতের স্ত্রী নুরবানু বিবির অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলা পারভিনা বিবিকে আটক করেছে পুলিশ, তবে তার স্বামী বাদেশ সেখ পলাতক।