নিজস্ব সংবাদদাতা,কান্দি, ২৯শে নভেম্বর :অবৈধ সম্পর্কের টানাপোড়েনে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল দেওর এবং বৌদি। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার সন্তোষপুর গ্রামে। মৃত নাম মৃন্ময় ঘোষ ও ও রুপালি মন্ডল। কান্দি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃন্ময় ঘোষের পিসতোতো বৌদি রুপালী মন্ডল সাথে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক ছিল সেটা তার স্বামী সুব্রত মন্ডল জানতে পারেন। গতকাল রাতে এই ঘটনার জেরে সুব্রত মন্ডল তার স্ত্রী রুপালী মন্ডল কে বুধবার রাতে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার জেরে রুপালী মন্ডল তার দেওর মৃন্ময় ঘোষ কাছে আসেন এবং তাকে বিয়ে প্রস্তাব দেন এবং মৃন্ময় ঘোষ বাবাকে বলে এবং বিষয়টি দেখা হবে জানানো হবে বলা হয় এবং বাকি আত্মীদের কে জানানো হবে পরে তার বাবা মাঠে গেলে বাড়ি ফিরে এসে দেখেন আত্মহত্যা করেছেন তারা দুজনেই ঘরে মধ্যে আত্মহত্যা করেন
অবৈধ সম্পর্কের টানাপোড়েনে আত্মঘাতী দেওর এবং বৌদি
অবৈধ সম্পর্কের টানাপোড়েনে আত্মঘাতী দেওর এবং বৌদি
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram