বিনোদন – অভয়ার ন্যায্য বিচার চাওয়ার দাবিতে গত এক বছর ধরে দফায় দফায় রাত দখল ও রাস্তা দখলের পর্ব চলছিল। গত ৯ অগাস্ট অভয়ার মৃত্যুর এক বছর পূর্তিতে কালীঘাটে বাম সমর্থকদের ডাক দেওয়া প্রতিবাদ মিছিল পুলিশ তৎপরতায় এগোতে পারেনি। বাধ্য হয়ে হাজরা মোড়ে জনসভা করার সিদ্ধান্ত নেন বামেরা। সেই মঞ্চে উপস্থিত ছিলেন টলি পাড়ার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবং বাদশা মৈত্র।
মঞ্চে শ্রীলেখা মিত্র অভয়ার জন্য ন্যায় বিচারের দাবি জানিয়ে সাহসী ও তীক্ষ্ণ বক্তৃতা দেন। সেই বক্তৃতায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে কিছু অসাংবিধানিক ভাষা ব্যবহার করেন। এই দাবির কারণে শ্রীলেখার বাড়ির দেওয়ালে জ্বলজ্বলে পোস্টার লাগানো হয় এবং সামাজিকভাবে বয়কটের শিকার হন তিনি।
সেদিন রাস্তায় ছিলেন অভয়ার পরিবার এবং বিজেপির একাংশ, যার নেতৃত্ব দেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। নবান্ন অভিযান পার্ক স্ট্রিটে গিয়ে পুলিশের তৎপরতায় ছত্রভঙ্গ হয় এবং লাঠিচার্জে আহত হন অভয়ার মা ও অন্যান্য কর্মীরা। হাসপাতালে ভর্তি করতে হয় অভয়ার মাকে।
শ্রীলেখার দেওয়ালে বয়কটের পোস্টার নিয়ে রাজনৈতিক মহল এবং নেটিজেনরা সরব হয়েছেন। তারা অভিযোগ করেছেন, বিচার চাওয়ার কারণে রাজ্যে মানুষ শাস্তির মুখে পড়ছেন। যদিও শ্রীলেখা কিছু অসাংবিধানিক শব্দ ব্যবহার করেছেন, তথাপি সরকার দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে অবিচার চালাচ্ছে।
অভয়ার ন্যায্য বিচার মিলবে কিনা তা ভবিষ্যতই জানাবে, তবে শ্রীলেখার সাহসী প্রতিবাদ অনেকের কাছে অনুপ্রেরণার উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
