নদিয়া – অভিযুক্তরা এখনো অধরা, বিচার মিলেনি—এই কঠিন বাস্তবতাই তামান্নার মা সাবিনা ইয়াসমিন শেখকে আজ সকালে কালীগঞ্জের পলাশি স্টেশন থেকে ট্রেনে চেপে কালীঘাটে যাত্রা করার পথে উদ্বুদ্ধ করেছে। ট্রেনের যাত্রীদের রাখি পড়িয়ে রাখি বন্ধন পালন করেন তিনি, তার হাতে রয়েছে স্পষ্ট দাবি—“অভয়া পাচ্ছি না, তামান্নার বিচার পাচ্ছি না।” আর সেই কারণেই তিনি অংশগ্রহণ করছেন অভয়া মঞ্চের ডাকানো কালীঘাট অভিযানে।
গুরুত্বপূর্ণ কথা হলো, আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় এক বছর পেরিয়েও বিচার এখনও সম্পূর্ণ হয়নি, যা নিয়ে অভয়া মঞ্চ কালীঘাটে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচিতে যোগ দেবেন কালীগঞ্জে মৃত নাবালিকা তামান্নার মা-বাবাও।
তামান্না খাতুনের ঘটনা ২০২৪ সালের জুন মাসের ২৩ তারিখে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের পর ঘটে, যখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজয় উল্লাসের সময় বোমা হামলা চালায়। এই ঘটনায় দশ বছর বয়সী তামান্না প্রাণ হারান। ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ হলেও এখনো ১৪ জন অধরা রয়েছেন। তামান্নার পরিবার দীর্ঘদিন ধরেই দোষীদের শাস্তির জন্য আন্দোলন চালিয়ে আসছে।
আজ আরজি কর কান্ডের এক বছর পূর্ণ হলেও অভিযুক্তরা এখনো শাস্তি পাননি বলে পরিবারের বক্তব্য। এই দুই হৃদয়বিদারক ঘটনার দোষীদের শাস্তির দাবিতেই এই দুই পরিবারের যৌথ কালীঘাট অভিযান বলে জানিয়েছেন তামান্নার মা।
