অভাব কে দূরে সরিয়ে রেখে উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করলো ঝাড়গ্রামের দুই জমজ ভাই

অভাব কে দূরে সরিয়ে রেখে উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করলো ঝাড়গ্রামের দুই জমজ ভাই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অভাব যে দূরে সরিয়ে রেখে উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করলো ঝাড়গ্রামের দুই জমজ ভাই। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের আগুইবনি গ্রাম পঞ্চায়েতের জঙ্গল ঘেরা বাঘঝাপা গ্রামের বাসিন্দা দীপক কুমার শ্যামলের জমজ দুই সন্তান অনিমেষ ও অভিষেক শ্যামল অভাব কে দূরে সরিয়ে রেখে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করার খুশি এলাকার সর্বস্তরের মানুষ । দীপক বাবু সামান্য জমিতে চাষ করে সংসার চালায়। তিন ছেলেকে তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য পড়াশোনা করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

বড় ছেলে তৃতীয় বর্ষের ছাত্র ঝাড়গ্রাম রাজ কলেজের। দুই যমজ ছেলে অনিমেষ ও অভিষেক মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছিল। অনিমেষ এবছর ঝাড়গ্রাম কুমুদ কুমারি ইনস্টিটিউশন থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার প্রাপ্ত নম্বর 450 । অভিষেক ঝাড়গ্রামের চন্দ্রী হাই স্কুল থেকে কলা বিভাগে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার প্রাপ্ত নম্বর 461। বাড়িতে অভাব থাকলেও ছেলেদের পড়াশোনার প্রতি দীপক বাবু কোন ত্রুটি রাখতেন না। তাই দিনরাত পরিশ্রম করে তিনি মাঠে কাজ করতেন। বাবার আর্থিক অবস্থা সেরকম না থাকায় অনিমেষ প্রাইভেট টিউশন পড়িয়ে পড়ার খরচ যোগানোর চেষ্টা করেছে। সেভাবে পড়াশোনার জন্য গৃহশিক্ষক দিতে পারেনি দীপক বাবু।

আরও পড়ুন – প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের প্রথম দশে দক্ষিণ দিনাজপুর জেলার ৯ জন ছাত্র ছাত্রী

তাই নিজের চেষ্টায় দুই জমজ ভাই অনিমেষ ও অভিষেক উচ্চমাধ্যমিকে সফল হয়েছে। এরপর দুই ছেলেকে নিয়ে চিন্তায় পড়েছেন দীপক বাবু। কিভাবে কলেজে তাদের পড়াশোনা করাবেন। কিন্তু মনের জোর রয়েছে আর্থিক অবস্থা না থাকলেও তিনি মনের জোরে দুই ছেলেকে উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি করবেন। তার আশা তিন ছেলেই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সংসারে সুখের আলো জালবে ।তাই ছেলেদের মুখের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। তাঁর এই অসম সাহস কে স্বাগত জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ জন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top