
বিশ্বকাপে পাকিস্তান কখনও হারাতে পারেনি ভারতকে। ১৬ জুন ম্যাঞ্চেস্টারে মহারণ। দু’দেশ মুখোমুখি। ২২ গজের লড়াইয়ের আগে সরফরাজরা কিন্তু অন্য খেলায় মাতলেন। বেসরকারি পাক চ্যানেল জ্যাজ টিভির বিজ্ঞাপনে কিন্তু সেরকমই ইঙ্গিত পাওয়া গেল। অভিযোগ, সম্প্রতি ভারত–পাক ম্যাচ নিয়ে যে বিজ্ঞাপন সম্প্রচার করেছে চ্যানেলটি, সেখানে কটাক্ষ করা হয়েছে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে।
চলতি বছর পাকিস্তানে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন আটক হওয়ার পরই প্রথম যে ভিডিওটি প্রকাশ্যে এসেছিল, এক্ষেত্রেও বিজ্ঞাপনটিকে সেভাবেই তৈরি করা হয়েছে। ওই বিজ্ঞাপনে অভিনন্দনের মতো দেখতে এক ব্যক্তিকে ব্যবহার করা হয়েছে। তাকেও বন্দি অবস্থায় দেখানো হয়েছে। আহত অবস্থায় পাক সেনার হাতে বন্দি অভিনন্দনের মতোই জেরায় প্রশ্নের উত্তর দিতে দেখা গিয়েছে ওই অভিনেতাকে। বাস্তবে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার যেমন পাক সেনার সমস্ত প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন, এক্ষেত্রেও এই অভিনেতাকে তেমনই করতে দেখা গিয়েছে। পাক চ্যানেলটির এই বিজ্ঞাপনটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে। নিন্দায় সরব নেটিজেনদের একাংশ। বিজ্ঞাপনে এটাও দেখানো হয়েছে, ওই অভিনেতাকে জিজ্ঞাসা করা হচ্ছে ‘কাপ কোথায় নিয়ে যাচ্ছ। এক সেকেন্ড দাঁড়াও।’ এখানে কাপ বলতে বিশ্বকাপকে বোঝানো হয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হানায় শহিদ হন চল্লিশের বেশি সিআরপিএফ জওয়ান। এই হামলার ঠিক ১২ দিনের মাথায় পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা। ধ্বংস করে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। ঠিক তার পরেরদিনই আকাশ পথে ভারতকে আক্রমণের চেষ্টা করে পাকিস্তান। তার যোগ্য জবাব দেয় ভারত। ধাওয়া করে পাকিস্তানের এফ–১৬ যুদ্ধবিমান গুলি করে নামান অভিনন্দন। কিন্তু সীমানা পেরিয়ে যাওয়ায় পাকিস্তান বন্দি করে অভিনন্দনকে। তারপর কূটনৈতিক চাপের কাছে নতিস্বীকার করে অভিনন্দনকে ফেরাতে বাধ্য হন পাক প্রধানমন্ত্রী। ৬০ ঘণ্টা পাকিস্তানে থাকার পর দেশে ফিরে আসেন তিনি।



















