অভিনব পদ্ধতিতে প্রথম পর্বের ভোটের প্রচার সারলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার

অভিনব পদ্ধতিতে প্রথম পর্বের ভোটের প্রচার সারলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অভিনব পদ্ধতিতে প্রথম পর্বের ভোটের প্রচার সারলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। আগামী বছর ,অর্থাৎ 2023 এ রাজ্যে পঞ্চায়েত ভোট। তাই লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে সব শিবিরই । শনিবার অভিনব পদ্ধতিতে প্রথম পর্বের প্রচার সারতে দেখা গেল বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে। এদিন সকালে তিনি বাঁকুড়া শহরের গোবিন্দনগর বাসস্ট্যান্ড থেকে জনসাধারণের সাথে বেসরকারি বাসে চড়ে প্রথমে বাঁকুড়া শহরের উপকন্ঠ ধলডাঙা, পোয়াবাগান হয়ে রওনা দেন বাঁকুড়ার খাতড়া, জঙ্গলমহলের রানীবাঁধ হয়ে ঝিলিমিলির উদ্দেশ্য। সব স্টপেজেই জনসংযোগ সারেন। বাসিন্দা থেকে যাত্রীদের অভিযোগ শুনেন।

 

খাতড়ায় পৌঁছে জনসংযোগ কর্মসূচী সারেন দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে। খাতড়া বাসস্ট্যান্ড যাতায়াতের যে রাস্তা আছে তার বেহাল অবস্থার অভিযোগ শুনলেন জনসাধারণের কাছ থেকে, অভিযোগ শুনে উত্তরে বলেন কেন্দ্রীয় সরকার রাস্তা সংস্কারের জন্য প্রচুর টাকা দিয়েছে,আর এই রাস্তা কেন্দ্রীয় সরকারের অধীনে নয়, রাজ্য সরকারের অধীনে তাই মহকুমা শাসককে চিঠি লিখে জানানোর জন্য বাসিন্দাদের বলেন। পঞ্চায়েত ভোট প্রসঙ্গে তিনি বলেন, জেলার সব আসনেই ভাল ফল করবে বিজেপি।

আরও পড়ুন – চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ অঞ্চল সভাপতির বিরুদ্ধে

এদিনের কর্মসূচি নিয়ে বিজেপির খাতড়া ব্লকের কনভেনার আদিনাথ দে জানিয়েছেন , আগামী পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আমাদের প্রিয় সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীর জনসংযোগ যাত্রা। খাতড়াতে এই কর্মসূচি ভালভাবে হয়েছে। পঞ্চায়েতে দল ব্যাপক সাফল্য পাবে বলে দাবি আদিনাথের।

এদিন কেন্দ্রীয় মন্ত্রীর বাসে সওয়ারকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল শিবির। তৃণমূলের তরফে রানিবাঁধের চিত্তরঞ্জন মাহাত জানিয়েছেন, জঙ্গলমহলের সব মানুষই মমতা ব্যানার্জির পরিষেবা পাচ্ছেন , তাই ওনার এই প্রচার কোনও প্রভাব ফেলবে না, বাসে চেপে শহরের মানুষের মন জেতা যায়, গ্রামের মানুষের না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top