নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২৪ ডিসেম্বর, গত সোমবার গভীর রাত্রে নিষিদ্ধ কাপ শিরাপ গুলো বাংলাদেশে পাচার হওয়ার আগে মুহূর্তে সীমান্তরক্ষী বাহিনী নজরে পড়ে যায়।সেখান থেকে উদ্ধার হয় ফেনসিডিল।বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারী দহনরখন্দা সীমান্তে ঘটনাটি ঘটেছে।
প্রায় তিন শতাধিক ফেনসিডিল আটক করল ১১২ নম্বর ব্যাটালিয়নের জি কোম্পানির সীমান্তরক্ষী বাহিনী।কলার ভেলায় করে সেগুলো পাচারের চেষ্টা করা হয়।রাতের অন্ধকারে সীমান্তরক্ষী বাহিনী দেখে জলের আওয়াজ হচ্ছে সেখানে নজরে আসে একটি ভেলা তারপর পুরো প্ল্যানটি বুঝতে পারে পুলিশ।গত এক সপ্তাহে প্রায় ১৫০০ ফেনসিডিল উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী। উদ্ধার হওয়া কাফ সিরাপ-এর বাজারমূল্য লক্ষাধিক টাকা।তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।ধৃত পাচারকারী ফেন্সিডিল বোতল রেখে পালিয়ে যায়।সরুপনগর-এর ভারত-বাংলাদেশ সীমান্তে লাগাতার অভিযান চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী।