অভিনব বোন ফোঁটার আয়োজন মালদহ শহরে

অভিনব বোন ফোঁটার আয়োজন মালদহ শহরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অভিনব বোন ফোঁটার আয়োজন মালদহ শহরে। মালদহ শহরের কেন্দ্রস্থলে আয়োজিত হল বোন ফোঁটা। বোন ফোঁটার কথাটা শুনে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগবে শাস্ত্রে তো কোথাও লেখা নেই বোন ফোঁটা। এই বোন ফোটার আয়োজন কারা করলো? অনেকেই ভাবছেন বোন ফোটার আয়োজন করেছে হয়ত পুরুষেরা। কিন্তু না এই পুরুষ শাসিত সমাজে বোন ফোঁটার আয়োজনের উদ্যোগ শহরের একদল মহিলার।

 

এর মধ্যে কেউ শিক্ষিকা, কেউ ব্যাংক কর্মী, আবার কেউ কলেজ পড়ুয়া। মঙ্গলবার ছিল গুরু পূর্ণিমা। এই দিনটিতে গত ৪ বছর ধরে বোনের মঙ্গল কামনা করে বোন ফোটার আয়োজন করেন মহিলাদের এই দল। মালদা শহরের নজরুল সরণী সংলগ্ন মালদার উঠোনে আয়োজন করা হয় বোন ফোটার। বিভিন্ন বয়সের মহিলারা একত্রিত হয়ে বোন ফোটার আয়োজন করেন।

আরও পড়ুন –  অভিষেকের জন্মদিনে বাড়ির সামনে উপচে পড়া ভীড়, হাসি মুখে মেটালেন অনুগামীদের আবদার

শঙ্খ বাজিয়ে নিয়ম নিষ্ঠার সঙ্গে মহিলারা পালন করেন বোন ফোঁটা। তাদের নিজেদের তৈরি মন্ত্র উচ্চারণ করে ফোটা দেন তারা। উদ্যোক্তারা বলেন,”বোনের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পরলো কাঁটা। শাস্ত্রগুরু চোখ রাঙালেও বোনকে বাঁচা আশিস ফোঁটা।”

 

এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে বোনেদের দীর্ঘায়ু কামনা করা হয়। ক্যালেন্ডারে বোন ফোটার কোন দিনক্ষণ না থাকলেও তারা আশা করেন এই দিনটি তাঁদের জন্য বোন ফোঁটার দিন। উদ্যোক্তাদের পক্ষে বর্ণালী মিত্র, সুদেষ্ণা গোস্বামী জানান বোনেরা বোনেদের ফোঁটা দেবে। তাদের আয়ু বৃদ্ধির জন্য আশীর্বাদ কামনা করবে।এই দিনটি ক্যালেন্ডারৈ স্থায়ী হোক এটাই আমাদের কামনা। আমরা সকল বোনেদের মঙ্গল কামনা করি এবং সকল বোনেরা যাতে এই অনুষ্ঠানের সামিল হতে পারে, তার জন্য আবেদন করি। অভিনব বোন

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top