কলকাতা, ১৩ জুলাই :- তিনি বলেছিলেন “কিচ্ছু চাই নি আমি আজীবন ভালোবাসা ছাড়া “— আর এবার সেই ভালোবাসার জোর দিয়েই মনে কঠিন লড়াই এর শপথ,ভাবনা একটাই ‘আমরা করবো জয় নিশ্চয়। বিশ্বজুড়ে শুধুই কোভিড ১৯ আবহ, মানুষের মনে আতঙ্ক আর ত্রাস যার নাম করোনা ভাইরাস। এমন কঠিন সময়েই অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বাঁধলেন মারণ ভাইরাসের ‘ভ্যাকসিনের গান’। অভিনয়ে যথেষ্ট নামডাক তার , তা তিনি মঞ্চে অভিনয় করুন বা টেলিভিশনে বা বড় পর্দায় । অনির্বান চিরকাল ব্যতিক্রমী কিছু করতে আগ্রহী। তাই এবার এই অবসাদময় পরিস্থিতিতে মানুষ কে ভালো রাখতে আর জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে গাইলেন ভ্যাকসিনের গান । সঙ্গে নিলেন উজান চট্টোপাধ্যায়, প্রিয়ম, দেবরাজ ভট্টাচার্য এবং শুভদীপ গুহ দের।
রবিবারই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভক্তদের উদ্দেশে শেয়ার করলেন সেই গান। তার সঙ্গে আবারও মনে করিয়ে দিলেন যে, এই মুহূর্তে সংক্রমণ এড়াতে কী কী করা প্রয়োজনীয়! এর পাশাপাশি এই সময়ে দাঁড়িয়ে রাজনীতির তীব্র বিরোধিতা করে সম্পূর্ণ অরাজনৈতিক ভঙ্গিতে শিল্পী সমাজের একাংশকে বার্তাও দিয়েছেন। তিনি শেষে বলেন, “যাঁরা মনে করেন, সবকিছু খুব জটিল, এই গান তাদের জন্য নয়!”