৩১ ডিসেম্বর, গত বৃহস্পতিবার অভিনেতা কুশল পাঞ্জাবি প্রয়াত হন। মুম্বইয়ে নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি। মুম্বইয়ের সান্তা ক্রুজে শনিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হল। করণ বীর বোহরা, করণ সিং গ্রোভার, রাজেশ খেরা, অর্জুন বিজলানি সহ বহু টেলিভিশন তারকা তাঁর শেষশ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন সেদিন।
ইতিমধ্যে অভিনেতা কুশল পাঞ্জাবির মৃত্যুর কারণ নিয়ে শুরু হয়েছে জোর শোরগোল।কেরিয়ার গ্রাফ যখন উপরের দিকে উঠতে শুরু করে, সেই সময় হঠাৎ করে কেন আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন কুশল, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ।
১৯৯৭ সালে শ্বেতা শেট্টির গান ‘দিওয়ানে তো দিওয়ানে হ্যায়’-র ভিডিওতে পর্দায় অনুপ্রবেশ কুশল পাঞ্জাবি। ‘ঝলক দিখলা জা’ এবং ‘ফিয়ার ফ্যাক্টর’-এর মতো রিয়্যালিটি শোয়েও অংশ নিয়েছেন তিনি। ‘কসম সে’, ‘দেখো মাগর প্যার সে’ এবং ‘কভি হা কভি না’-এর মতো জনপ্রিয় টেলিভিশন শো করেছেন কুশল। ‘লক্ষ্য’, ‘ধন ধনা ধন গোল’, ‘কাল’ ও ‘সালাম এ ইস্ক’-এর ছবিতে কাজ করেছেন তিনি।
৪২ বছরেই এরম হেরে গিয়ে যে সবকিছু শেষ করে দিয়ে চলে যাবেন কুশল পঞ্জাবি, তা এখনও বিশ্বাস করতে পারছেন না চেতন হংসরাজ৷ ২৬ ডিসেম্বর প্রথম তিনি তাঁর বন্ধুর মৃতদেহ দেখতে পান। রাত এগারোটায় যখন তিনি এটা দেখেন, তখনই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যান চেতন৷ কোনওক্রমে সিলিং ফ্যান থেকে দড়ি কেটে কুশলের দেহ নীচে নামিয়ে আনেন৷ বাঁচানোর চেষ্টাও করেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়৷
এদিকে কুশলের মৃত্যুর খবর শোনার পর ভেঙে পড়েন তাঁর প্রাক্তন বান্ধবী মেঘনা নাইডু৷ তিনি বলেন, কুশলের মৃত্যুর খবর শুনে আশ্চর্য হয়ে যান তিনি৷ কুশলের মতো একজন প্রাণখোলা, হাসিখুশি মানুষ কীভাবে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন! তা ভেবেও অবাক লাগছে বলে জানান মেঘনা৷
অন্যদিকে কুশল পাঞ্জাবি-কে নিয়ে মুখ খুললেন তাঁর বন্ধু রোহিত রায়। তিনি বললেন, “আজকের দিনে আমরা সকলে শরীরের সুন্দরের প্রতি লক্ষ লক্ষ টাকা নষ্ট করি, কিন্তু কেউ মনের দিকে দেখিনা।যেখানে বাঁচার জন্য মন ও শরীর দুই সুস্থ রাখা জরুরি। বিশেষ করে তারকারা তাঁদের মনের অবসাদ সম্পর্কিত কোনো কথাই শেয়ার করতে চাননা। তাই আমাদের সকলের উচিত কোনও বিষয় নিয়ে মানসিক অবসাদে থাকলে তা ঠিক করা ও দরকারে ডাক্তারের পরামর্শ নেওয়া”।