নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১১ ই জুলাই :অভিনেত্রী স্বস্তিকা দত্তকে হেনস্থার ঘটনায় ধৃত অভিযুক্ত উবের চালক*
অভিনেত্রীর ফেসবুকে করা পোস্ট দেখে স্বতঃপ্রণোদিত ভাবে ব্যবস্থা নেয় কলকাতা পুলিশ তিলজলা থানার পুলিশ দাসানি স্টুডিওতে গিয়ে অভিনেত্রীর বয়ান রেকর্ড করে এরপরে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত উবের চালক জামশেদকে গ্রেপ্তার করে পুলিশ ভারতীয় দণ্ডবিধির 341,323, 354, 509 ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে তপসিয়া থানার পুলিশ, পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের বাড়ি তপসিয়া রোড এলাকায়