বাবার পথেই হাঁটলেন সুহানা খান।এবার প্রকাশ্যে এল কিং খানের কন্যার অভিনয় জগতে পদার্পন করার খবর। তবে বলিউড নয় এক বিদেশি ছবিতে দেখা যাবে সুহানাকে।
গ্ল্যামার দুনিয়ায় আনুষ্ঠানিকভাবে সুহানা খানের অভিষেক হয়েছে ‘ভোগ ইন্ডিয়া’র হাত ধরে। স্বল্প দৈর্ঘ্যের ছবি দিয়েই অভিনয়ে আরও হাত পাকাতে চাইছেন তিনি। ছবির নাম ‘দ্য গ্রে পার্ট অফ ব্লু’। তাঁর এক সহপাঠীর তৈরি শর্টফিল্ম। অভিনয়ে হাতেখড়ি হওয়ায় যারপরনাই উচ্ছ্বসিত সুহানা।