যেদিন অভিযুক্তদের ফাঁসি হবে সেই বছর পালন করব খুশির ঈদ, বললেন নুরেন্নেসা

যেদিন অভিযুক্তদের ফাঁসি হবে সেই বছর পালন করব খুশির ঈদ, বললেন নুরেন্নেসা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
অভিযুক্তদের

যেদিন অভিযুক্তদের ফাঁসি হবে সেই বছর পালন করব খুশির ঈদ। দিন দুয়েক আগে অগ্নিদ্বগ্ধ হয়ে রামপুরহাট মেডিক্যাল কলেজে মৃত আতাহার বিবির মেয়ে নুরেন্নেসা বিবির বক্তব্য এমনই। মাসখানেক আগেই জীবন্ত অগ্নিদ্ধগ্ধ মৃত্যু হয়ে মৃত্যু হয়েছে ১০০ জনের। ভাদু শেখ খুনের বদলা নিতেই গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে ১০ জনকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

 

তাই গ্রামে এবার পবিত্র ঈদের উৎসবে ভাটা পড়েছে। রাস্তাঘাটে নেই মানুষ। গ্রামের মসজিদ বাদ দিলে সর্বত্র নিস্তব্ধতা। অন্যান্যবার গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও এবার তা বন্ধ। মৃত আতাহার বিবির মেয়ে নুরেন্নেসা বিবি বক্তব্য পাঁচ বছর আগে বিয়ে হয়েছে।

 

আর ও পড়ুন  মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বললেন দিলীপ ঘোষ?

 

প্রতিবছর মায়ের টানে বগটুই গ্রামে এসে ঈদ পালন করেছি। এবারও এসেছি। কিন্তু নেই মা ও আমাদের নিকট আত্মীয়রা। তাই যারা মা এবং আমাদের নিকট আত্মীয়দের পুড়িয়ে মেরেছে তাদের যেদিন ফাঁসি হবে সেবারই পালন করব খুশির ঈদ।

 

হত্যাকাণ্ডের কারণে মর্মাহত গ্রামবাসীরা। তারাও জানিয়েছেন এবার ঈদ জৌলুসহীন। এবার বগটুই গ্রামের বিভিন্ন মসজিদে নামাজিদের মধ্যে লাড্ডু এবং পানীয় জল বিতরণ করা হয় রামপুরহাট থানার পক্ষ থেকে। বগটুই বড় মসজিদে উপস্থিত থেকে লাড্ডু বিতরণ পরিদর্শন করেন আই সি দেবাশিস চক্রবর্তী, সাব ইন্সপেক্টর সুখেন লেট।

 

উল্লেখ্য, যেদিন অভিযুক্তদের ফাঁসি হবে সেই বছর পালন করব খুশির ঈদ। দিন দুয়েক আগে অগ্নিদ্বগ্ধ হয়ে রামপুরহাট মেডিক্যাল কলেজে মৃত আতাহার বিবির মেয়ে নুরেন্নেসা বিবির বক্তব্য এমনই। মাসখানেক আগেই জীবন্ত অগ্নিদ্ধগ্ধ মৃত্যু হয়ে মৃত্যু হয়েছে ১০০ জনের। ভাদু শেখ খুনের বদলা নিতেই গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে ১০ জনকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

 

তাই গ্রামে এবার পবিত্র ঈদের উৎসবে ভাটা পড়েছে। রাস্তাঘাটে নেই মানুষ। গ্রামের মসজিদ বাদ দিলে সর্বত্র নিস্তব্ধতা। অন্যান্যবার গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও এবার তা বন্ধ। মৃত আতাহার বিবির মেয়ে নুরেন্নেসা বিবি বক্তব্য পাঁচ বছর আগে বিয়ে হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top