অভিষেকের জন্মদিনে বাড়ির সামনে উপচে পড়া ভীড়, হাসি মুখে মেটালেন অনুগামীদের আবদার। সাংসদ ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন ছিল সোমবার। এইদিন তার বাড়ির সামনে সকাল থেকেই অনুগামীদের ভীড় লেগেছিল। ৭ই নভেম্বর প্রতিবছর এই দিনে তৃণমূল যুব কর্মী থেকে অনুগামীদের তাদের প্রিয় অভিষেক তথা যুবরাজকে নিয়ে থাকে বাড়তি আগ্রহ।
এবছরেও ছিল না সেই আগ্রহের খামতি। এদিন সকাল থেকেই তার বাড়ির সামনে ছিল দলীয় কর্মী থেকে অনুগামীদের ভীড়। প্রিয় যুবরাজের সাথে সেল্ফি তোলার আগ্রহ যেমন ছিল। তেমনি তাদের আনা জন্মদিনের ‘কেক’ কাটার আব্দার ছিল। আশা ছিল প্রিয় যুবরাজের জন্য আনা কেক কাটাবেন যুবরাজকে দিয়ে। আট থেকে আশি সব বয়সের মানুষ এদিন প্রিয় যুবরাজ তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে এই শুভ দিন কাটানোর প্রত্যাশায় কালিঘাটে ভীড় জমিয়েছিলেন।
জননেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় খালি হাতে ফেরালেন না কাউকেই। সোমবার সন্ধ্যে বেলায় হাসি মুখে মেটালেন সব অনুগামীদের আবদার। লাইন দিয়ে কাটলেন অনুগামীদের আনা ভালোবাসার কেক, দলীয় কর্মী সমর্থক থেকে অনুগামীদের খাওয়ালেন নিজের হাতে কেক, তো কোথাও অনুগামীদের আবদার মতো তুললেন সেল্ফি। বাড়ির সামনে সাংসদের নিরপত্তা বলয়ের সামনে ভীড় করে থাকা দলীয় কর্মী থেকে অনুগামীদের সাথে হাত মিলিয়ে শুভেচ্ছো গ্রহন করেন ডায়মন্ড হারবারের সাংসদ।
আরও পড়ুন – ১৩ দফা দাবিতে রাজ্যের শিক্ষা মন্ত্রীকে স্মারক লিপি দিতে চলেছেন মিড ডে মিলের রধুনিরা
উল্লেখ্য, কোন রাজনৈতিক ব্যাক্তিত্বকে নিয়ে বাংলা তথা ভারতে দলীয় কর্মী থেকে অনুগামীদের এমন উচ্ছ্বাস নজীরবিহীন। তির জন্মদিন নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ছড়াছড়ি। পাশাপাশি সাগর থেকে দার্জিলিং, কাকদ্বীপ থেকে কোচবিহার দলীয় কর্মীদের প্রিয় যুবনেতার জন্মদিনে মঙ্গলকামনায় মন্দির, মসজিদ, গীর্জায় চলেছে প্রার্থনা।
কোথাও চলেছে বস্ত্র বিতরণ তো কোথায় চলেছে অনাথ শিশুদের ভোজনের আয়োজন। কোথাও মন্দিরে চলেছে প্রিয় যুব নেতার মঙ্গলকামনায় দিন ভর যজ্ঞ, তো কোথাও মসজিদে, গুরুদুয়ারাতে চলেছে প্রিয় নেতার দীর্ঘায়ূ কামনায় চাদর চড়ানো। এদিন প্রিয় যুবনেতার জন্মদিনে বাংলাজুড়ে নানান আনন্দ অনুষ্ঠানে মাতলেন দলীয় কর্মী সমর্থকেরা।