অভুক্ত পথশিশুদের সাহায্যে নয়া উদ্যোগ অক্ষয়-টুইঙ্কলের

অভুক্ত পথশিশুদের সাহায্যে নয়া উদ্যোগ অক্ষয়-টুইঙ্কলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

স্বাধীনতার ৭৩ বছর পরও ভারতবর্ষে পথশিশুদের সংখ্যাটা নেহাত কম নয়। পরিসংখ্যান বলছে, প্রায় ১১,৭২,৬০৪ শিশু এখনও খেতে পায় না। এক বেলা খেলে, আরেক বেলা থেকে যেতে হয় অভুক্ত। আর ঠিক সেই বিষয়টিই ভাবিয়ে তুলেছে অক্ষয় কুমার এবং তাঁর স্ত্রী টুইঙ্কল খান্নাকে। যার জন্য সেসব শিশুদের সুস্থ স্বাভাবিক জীবন উপহার দিতে তারকা দম্পতি শুরু করেছেন একটি নতুন ক্যাম্পেন- #WhyTheGap ।
মা সবসময়ে খেয়াল রাখতেন আমি যেন বাড়িতে বানানো পুষ্টিকর খাবার খাই। কিন্তু এই সৌভাগ্য দেশের কয়েক লাখ শিশু পায় না।
শিশুদের উদ্বাস্তু জীবনযাপন ভাবিয়ে তুলেছে টুইঙ্কলকে।অনেক শিশু রয়েছে ঠিক করে খাবারও পায় না। অপুষ্টিতে ভোগে। সোশ্যাল মিডিয়ায় #SaveTheChildrenIndia -কে ট্যাগ করে কেন এমন বিভেদ সমাজের বিভিন্ন স্তরের শিশুদের মধ্যে, প্রশ্ন তোলেন টুইঙ্কল। যে ক্যাম্পেনে যোগ দেওয়ার জন্য তিনি আহ্বান জানান সোনম কাপুর, অক্ষয় কুমারকেও।
প্রায় ১১,৭২,৬০৪ শিশুর এখনও একবেলা খাবার জোটে না।” #WhyTheGap ক্যাম্পেনে যোগ দেওয়ার জন্য অক্ষয় আমন্ত্রণ জানান তাঁর ‘মিশন মঙ্গল’ সহ-অভিনেতাদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top