অমরনাথ ধামে ঘুরতে গিয়ে নিখোঁজ সোদপুরের একই পরিবারের তিনজন। এই মাসের ৪ তারিখ সোদপুর পানসিলা উত্তর নাটাগরের বাসিন্দা ব্যাঙ্ককর্মী নারায়ণ চন্দ্র দে তিনি তার স্ত্রী রুমা দে ও ছেলে সাগর দে কে নিয়ে অমরনাথ ধামের উদ্দেশ্যে রওনা দেয় । তারপর ভয়ানক বিপর্যয় ঘটে অমরনাথ যাত্রার পথে, মৃত্যু হয় অনেক তীর্থযাত্রীর, আহত হয়েছেন বহু মানুষ। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন অনেকে । অমরনাথ ধামের তীর্থযাত্রীদের মধ্যে পশ্চিমবঙ্গের বহু মানুষ রয়েছেন ।
এমনই এক নিখোঁজ তীর্থযাত্রীর পরিবারের খোঁজ পাওয়া গেল সোদপুর পানসিলা উত্তর নাটাগর এলাকায় । অমরনাথ ধামে ঘুরতে যাবার পর এ মাসের ৭ তারিখ পরিবারের সাথে শেষ কথা হয়েছিল । আর ৮ ই জুলাই এই ঘটনা ঘটার পর থেকে ওই পরিবারের সাথে কোন রকম যোগাযোগ করতে পারছেন না সোদপুরে তার পরিবারের লোকজন ।
ঘটনার পর থেকে পরিবারের লোকজনেরা যথেষ্ট উৎকণ্ঠায় ও কান্নায় ভেঙে পড়েছেন । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরিবারের লোকজন আবেদন জানিয়েছেন যাতে সেখানকার প্রশাসনের সাথে কথা বলে দ্রুত নিখোঁজ মানুষগুলো কোথায় আছেন সে খবর পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার । পরিবারের তরফ থেকে নিখোঁজ তিনজনের নামে ঘোলা থানায় নিখোঁজ ডাইরিও করা হয়েছে ।
আরও পড়ুন – বনগাঁ হাসপাতালে গর্ভবতী মায়ের মৃত্যু ঘিরে ধুম ধুমার
উল্লেখ্য, এই মাসের ৪ তারিখ সোদপুর পানসিলা উত্তর নাটাগরের বাসিন্দা ব্যাঙ্ককর্মী নারায়ণ চন্দ্র দে তিনি তার স্ত্রী রুমা দে ও ছেলে সাগর দে কে নিয়ে অমরনাথ ধামের উদ্দেশ্যে রওনা দেয় । তারপর ভয়ানক বিপর্যয় ঘটে অমরনাথ যাত্রার পথে, মৃত্যু হয় অনেক তীর্থযাত্রীর, আহত হয়েছেন বহু মানুষ। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন অনেকে । অমরনাথ ধামের তীর্থযাত্রীদের মধ্যে পশ্চিমবঙ্গের বহু মানুষ রয়েছেন । এমনই এক নিখোঁজ তীর্থযাত্রীর পরিবারের খোঁজ পাওয়া গেল সোদপুর পানসিলা উত্তর নাটাগর এলাকায় । অমরনাথ ধামে ঘুরতে যাবার পর এ মাসের ৭ তারিখ পরিবারের সাথে শেষ কথা হয়েছিল ।