অমিতাভ-জয়া -শ্বেতা বচ্চন স্নাতক,ছেলে বৌমা ফেল

অমিতাভ-জয়া -শ্বেতা বচ্চন স্নাতক,ছেলে বৌমা ফেল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অমিতাভ, জয়া, শ্বেতা বচ্চন স্নাতক ছেলে বৌমা ফেল। পুত্র অভিষেক ও ঐশ্বর্য বিদেশে পড়াশোনা করলেও মাঝপথে ছেড়ে পালান। প্রেম পাথেয় করেছিলেন।
বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন ছাড়াও বচ্চন পরিবারের প্রায় প্রত্যেক সদস্য কম বেশি বলিউডের সঙ্গে যুক্ত রয়েছেন।

 

যদিও অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন অভিনয় জগত থেকে নিজেকে দূরে রাখেন। তবে বলিউডের কাছে হোক অথবা দূরে, এই পরিবারের প্রত্যেক খুঁটিনাটি আমরা জানতে আগ্রহী হই সবসময়। জানা গিয়েছে,অমিতাভ বচ্চন – রাজীব গান্ধীর সঙ্গে স্কুলে পড়তেন । তিনি নৈনিতালের স্কুল থেকে পড়াশোনা করার পর দিল্লির কিরোরি মাল কলেজ থেকে বিএসসি ডিগ্রী অর্জন করেছেন। সম্প্রতি উচাই সিনেমাতে অভিনয় করে মানুষের আরো একবার মন জয় করেছেন অমিতাভ বচ্চন।

আরও পড়ুন – কাশ্মীর ফাইলস নিয়ে বন্ধুদেশের উল্টো মন্তব্য

জয়া বচ্চন –ভূপালের সেন্ট জোসেফ কনভেন্ট স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি পুনে এফ টি টি আই থেকে অভিনয় নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বহুদিন হল তিনি অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে রেখেছেন এবং বর্তমানে তিনি রাজনীতিতে ভীষণভাবে সক্রিয় হয়ে রয়েছেন। অভিষেক বচ্চন- অভিনয় নিয়ে ডিগ্রী কোর্স করার জন্য আমেরিকার বোস্টন ইউনিভার্সিটিতে গিয়েছিলেন তিনি। কিন্তু মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন এবং ফিরে আসেন দেশে। আপাতত তিনি আগামী সিনেমার জন্য ভীষণভাবে ব্যস্ত।

 

ঐশ্বর্য রাই বচ্চন -স্কুলে পড়াশোনা শেষ করার পর ঐশ্বর্য রাই বচ্চন রচনা সংসদ একাডেমী অফ আর্কিটেকচারের গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছিলেন। কিন্তু মডেলিং নিয়ে ব্যস্ত হয়ে যাবার পর তিনি মাঝপথে কলেজ ছেড়ে দেন এবং পরবর্তীকালে অভিনয় জগত নিয়ে ব্যস্ত হয়ে যান। সম্প্রতি পন্নিয়ন সেলভান সিনেমাতে অসাধারণ অভিনয় করে মানুষের মন জয় করে নিয়েছেন।শ্বেতা বচ্চন – অমিতাভ বচ্চনের মেয়ে সুইজারল্যান্ড থেকে পড়াশোনা করার পর আমেরিকার ইউনিভার্সিটি থেকে স্নাতক হয়েছেন। বর্তমানে তিনি নিজের ব্যবসা নিয়ে ভীষণভাবে ব্যস্ত আছেন। অমিতাভ জয়া

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top