নিজস্ব সংবাদদাতা ২৯ জানুয়ারি ২০২১:অমিত শাহ মানেই চমক। তাই তার সফরে চমক থাকবেই।
যত নির্বাচন এগিয়ে আসছে ততো বিজেপিতে যোগ দেওয়া মানুষের নামের লিস্ট বাজারে ঘুরছে। কুড়ি একুশ জনের একটা লিস্ট বাজারে ঘুরছে সাংবাদিকদের এরকম প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন এরকম অনেক লিস্ট বাজারে ঘুরছে কিন্তু কোনটা হিট হবে আমরা বুঝতে পারছি না।পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কাল গিয়েছিলেন দেখা করতে। বিজেপির রাজ্য সভাপতি বা তার দলের কেউ দেখা করতে গিয়েছিল কিনা সেই প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন আমরা কেউ ডাক্তার নই মুখ্যমন্ত্রী ও ডাক্তার নয় সৌরভ গঙ্গোপাধ্যায় কে দেখতে যাওয়ার নামে ছবি তোলার কোন মানে হয়না হাসপাতালে নেতারা গিয়ে ভিড় করছে। এটার পক্ষপাতী তিনি নয়। ডাক্তার বা তার বাড়ির কারোর কাছ থেকে খবর নেওয়া দরকার। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এমনটাই চাই। আমি আমাদের নেতাদের ওখানে গিয়ে ভিড় করতে বারণ করেছি।
আরও পড়ুন….সরকারি উদ্যোগে চা বাগান তৈরি করে নয়া নজির কালিয়াগঞ্জে