ইটালি থেকে অমৃতসরে নামলো বিমান, ১২৫ জনের কোভিড রিপোর্ট পজিটিভ

ইটালি থেকে অমৃতসরে নামলো বিমান, ১২৫ জনের কোভিড রিপোর্ট পজিটিভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
অমৃতসরে

ইটালি থেকে অমৃতসরে নামলো বিমান, ১২৫ জনের কোভিড রিপোর্ট পজিটিভ। কোভিড বিধি মেনে সওয়ার সব যাত্রীদেরই কোভিড পরীক্ষা করানো হল। আর তাতেই ১২৫ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। মিলান থেকে আজ দুপুর ১টা ৩০ মিনিটে অমৃতসর বিমান বন্দরে নেমেছে ওই চার্টার্ড বিমান। পর্তুগিজ সংস্থা ইউরোআটলান্টিক এয়ারওয়েজ–এর। মাঝে জর্জিয়াতে প্রযুক্তিগত কারণে দাঁড়ায় একবার বিমানটি।

 

সওয়ার ছিলেন ১৭৯ জন যাত্রী। ১৯ জন শিশুও ছিল। শিশু বাদে বাকি সকলের কোভিড পরীক্ষা হয় বিমানবন্দরে নেমেই। তাতেই এই ফল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইটালিতে ওমিক্রনের বাড়বাড়ন্ত। সে কারণেই সব যাত্রীর কোভিড পরীক্ষা হয়েছে। যে ১২৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে, তাঁদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অর্থাৎ কোনও হোটেল বা সেফ হোমে নিজেদের খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁদের। জিনোম পরীক্ষাও করা হবে।

 

অনেক যাত্রীই এর মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। জানিয়েছেন, ইটালি থেকে বিমানে ওঠার সময় রিপোর্ট নেগেটিভ এসেছিল। তার পরেও কেন এখানে এ রকম রিপোর্ট এল। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, দেশে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। গতকালের থেকে ৫৬.‌৫ শতাংশ বেশি। বুধবার দেশে দৈনিক সংক্রমণ ছিল ৫৮ হাজার ৯৭। একই সঙ্গে ওমিক্রনের সংক্রমণও বাড়ছে। এখন দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২,৬৩০। শুধু মহারাষ্ট্রেই ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৭৯৭। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যাটা ৪৬৫।

 

উল্লেখ্য, ইটালি থেকে অমৃতসরে নামলো বিমান। কোভিড বিধি মেনে সওয়ার সব যাত্রীদেরই কোভিড পরীক্ষা করানো হল। আর তাতেই ১২৫ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। মিলান থেকে আজ দুপুর ১টা ৩০ মিনিটে অমৃতসর বিমান বন্দরে নেমেছে ওই চার্টার্ড বিমান। পর্তুগিজ সংস্থা ইউরোআটলান্টিক এয়ারওয়েজ–এর। মাঝে জর্জিয়াতে প্রযুক্তিগত কারণে দাঁড়ায় একবার বিমানটি।সওয়ার ছিলেন ১৭৯ জন যাত্রী। ১৯ জন শিশুও ছিল। শিশু বাদে বাকি সকলের কোভিড পরীক্ষা হয় বিমানবন্দরে নেমেই। তাতেই এই ফল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইটালিতে ওমিক্রনের বাড়বাড়ন্ত।

 

আর ও পড়ুন     শিলিগুড়িতে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমন

 

সে কারণেই সব যাত্রীর কোভিড পরীক্ষা হয়েছে। যে ১২৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে, তাঁদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অর্থাৎ কোনও হোটেল বা সেফ হোমে নিজেদের খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁদের। জিনোম পরীক্ষাও করা হবে।অনেক যাত্রীই এর মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। জানিয়েছেন, ইটালি থেকে বিমানে ওঠার সময় রিপোর্ট নেগেটিভ এসেছিল। তার পরেও কেন এখানে এ রকম রিপোর্ট এল।

 

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, দেশে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। গতকালের থেকে ৫৬.‌৫ শতাংশ বেশি। বুধবার দেশে দৈনিক সংক্রমণ ছিল ৫৮ হাজার ৯৭। একই সঙ্গে ওমিক্রনের সংক্রমণও বাড়ছে। এখন দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২,৬৩০। শুধু মহারাষ্ট্রেই ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৭৯৭। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যাটা ৪৬৫।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top