অমৃতসরে বিস্ফোরণে মৃত্যু বাবর খালসা সন্ত্রাসবাদীর, তদন্তে নেমেছে পুলিশ

অমৃতসরে বিস্ফোরণে মৃত্যু বাবর খালসা সন্ত্রাসবাদীর, তদন্তে নেমেছে পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দিল্লী – অমৃতসরে বিস্ফোরণে বাবর খালসা সন্ত্রাসবাদী গোষ্ঠীর এক সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরক তৈরি বা স্থাপন করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। ডিআইজি সাতিন্দার সিং জানান, “মৃত ব্যক্তি সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত। বিস্ফোরক কী উদ্দেশ্যে তৈরি করা হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেই তারা অভিযুক্তকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষ রক্ষা হয়নি—চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বিস্ফোরকের উৎস ও সম্ভাব্য লক্ষ্য সম্পর্কে খতিয়ে দেখছে তদন্তকারী দল। পুলিশের একাধিক ইউনিট ইতিমধ্যেই প্রযুক্তিগত সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top