দিল্লি – শনিবার সকালে অমৃতসর-সহরসা গরিব রথ এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। পাঞ্জাবের সিরহিন্দ স্টেশনে ট্রেনটি পৌঁছনোর সঙ্গে সঙ্গেই একটি বগিতে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করায় অল্পের জন্য রক্ষা পেল বহু যাত্রী। জানা গিয়েছে, শনিবার সকালে লুধিয়ানা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি। কিন্তু সিরহিন্দ স্টেশনের কাছে পৌঁছনোর পরই যাত্রীরা দেখতে পান, একটি বগি থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে জরুরি ব্যবস্থা নেওয়া হয়।
রেল সূত্রে জানা গিয়েছে, গরিব রথ এক্সপ্রেসের ১৯ নম্বর বগিতেই আগুন লাগে। ওই বগিটি ছিল শীতাতপনিয়ন্ত্রিত এবং তাতে লুধিয়ানার কয়েকজন ব্যবসায়ী ভ্রমণ করছিলেন। প্রাথমিকভাবে অনুমান, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। রেলকর্মী ও স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। সময়মতো পদক্ষেপ নেওয়ায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। কয়েকজন যাত্রী হুড়োহুড়িতে অল্প আহত হলেও বড় কোনো প্রাণহানির খবর মেলেনি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চোখের পলকে ধোঁয়ায় ঢেকে যায় গোটা বগি। এমার্জেন্সি ব্রেক টেনে ট্রেন থামিয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে অন্য বগিতে সরিয়ে নেওয়া হয়। রেলওয়ে ফায়ার ইউনিটের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় কিছুক্ষণের মধ্যেই। আগুন সম্পূর্ণ নেভানোর পর ট্রেনটিকে গন্তব্যের পথে পাঠানো হয়।
ঘটনার জেরে ওই রুটে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক ত্রুটি থেকেই এই অগ্নিকাণ্ড। বড় দুর্ঘটনা না ঘটায় যাত্রী ও কর্তৃপক্ষ উভয়েই স্বস্তিতে।
