নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪পরগণা:- অযোদ্ধা রাম মন্দিরের ভূমি পূজায় এবার ঠাকুর বাড়ির কামনা সাগরের পবিত্র জল মাটি।মতুয়া ধর্মের ভক্তরা মনে করেন ঠাকুর বাড়ির পবিত্র জলমাটি দিয়ে যদি রাম মন্দির তৈরী হলে তা মতুয়াদের জন্য এক বিশাল ভাগ্যের ব্যাপার হবে। ঠাকুর বাড়ির পক্ষ থেকে বৃহস্পতিবার বিশ্বহিন্দু পরিষদের কাছে তুলে দেওয়া হয় জল মাটি।তারাপীঠ,দক্ষিনেশ্বর সহ ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের জলমাটির পাশাপাশি ঠাকুর বাড়ির জলমাটি বৃহস্পতিবার তুলে দেওয়া হয় বিশ্বহিন্দু পরিষদের হাতে ।