অযোধ্যায় রাম মন্দির তৈরী হওয়ার আগেই ধূপগুড়ি বাসী দেখতে চলেছে রাম মন্দির

অযোধ্যায় রাম মন্দির তৈরী হওয়ার আগেই ধূপগুড়ি বাসী দেখতে চলেছে রাম মন্দির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অযোধ্যায় রাম মন্দির তৈরী হওয়ার আগেই ধূপগুড়ি বাসী দেখতে চলেছে রাম মন্দির। অযোধ্যায় রাম মন্দির তৈরী হওয়ার আগেই ধূপগুড়ি সহ ডুয়ার্স বাসী দেখতে চলেছে ধূপগুড়ি উত্তরায়ণ কালচারাল এন্ড অ্যাথলেটিক্স ক্লাবের রাম মন্দির । চলতি বছরে উত্তরায়ণ কালচারাল এন্ড অ্যাথলেটিক্স ক্লাবের শারদোৎসব ৫০তম সুবর্ণ জয়ন্তী বর্ষে। এবারে উত্তরায়ণ কালচারাল এন্ড অ্যাথলেটিক্স ক্লাবের দুর্গাপূজার মুল প্যান্ডেল অযোধ্যার প্রস্তাবিত রাম মন্দির। প্রতিমাতে রয়েছে বিরাট চমক ।

 

ইহুদিরদের আদলে তৈরী হচ্ছে এবারের দুর্গা প্রতিমা। আলোক রোশনাই দিয়ে ভোরে দেওয়া হবে গোটা পূজা মণ্ডপ ও রাস্তা। পূজার ছোয়ার পরশ দিতে বর্তমানে উত্তরায়ণ কালচারাল এন্ড অ্যাথলেটিক্স ক্লাবের পূজোমন্ডপে কর্মব্যস্ততা তুঙ্গে। জানা গেছে প্রতিমা কুমোরটুলি ও ধূপগুড়ির সনামধন্ন শিল্পী দের দিয়ে তৈরী করা হচ্ছে। ও পূজো মন্ডপ গড়ার কাজ করছেন ধূপগুড়ির উদীয়মান খ্যাতনামা শিল্পী পাল ইভেন্ট ( দেবু পাল) । ক্লাব সূত্রে খবর আগামী ২৭/০৯/২০২২ তারিখ দ্বিতীয়ার দিন উত্তরায়ণ কালচারাল এন্ড অ্যাথলেটিক্স ক্লাবের পরিচালনায় ক্লাবের রাম মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে।

 

জানা গেছে ঐ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করতে চলেছেন বাংলা চলচ্চিত্র টিভি সিরিয়ালের অভিনেত্রী চাঁদনী সাহা, সহ আরো অনেক শিল্পীরা। পূজো চলবে জেলা প্রশাসনের সমস্ত গাইডলাইনকে মান্যতা দিয়ে। এবারে উত্তরায়ণ কালচারাল এন্ড অ্যাথলেটিক্স ক্লাবের দুর্গোৎসবের বাজেট ২১ লক্ষ টাকা।উত্তরায়ণ কালচারাল এন্ড অ্যাথলেটিক্স ক্লাবের সম্পাদক দায়িত্বে রয়েছেন বিভাস চক্রবর্তী ও ক্লাবের সভাপতির দায়িত্বে রয়েছেন তপাই কর।

 

উল্লেখ যে শুধুমাত্র শারদোৎসব আয়োজনের মধ্যেই নেই সীমাবদ্ধ নেই উত্তরায়ণ কালচারাল এন্ড অ্যাথলেটিক্স ক্লাব, সারা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত উত্তরায়ণ কালচারাল এন্ড অ্যাথলেটিক্স ক্লাব। ক্লাব সূত্রে এবং ক্লাব সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর কোভিড পরিস্থিতি চলাকালীন সময়ে ক্লাবের সদস্যরা কোভিড প্রতিরোধে স্যানিটাইজার মেশিন হাতে নিয়ে এলাকার বাড়ি বাড়ি স্যানিটাইজেশন করেও গরিব দুস্থ মানুষের বিপদে পাশে দাঁড়াতে ঝাপিয়ে পড়েছিল।

 

সেই সাথে বছরের বিভিন্ন সময়ে প্রয়োজনীয়তার নিরিখে উত্তরায়ণ কালচারাল এন্ড অ্যাথলেটিক্স বস্ত্রদান শিবির, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার সুষ্ঠ আয়োজনের মধ্য দিয়ে এলাকার মানুষের কাছে আদৌতে হয়ে উঠেছে বন্ধু প্রতিষ্ঠান। তাই পূজোর দিনগুলিতে ধূপগুড়ির উত্তরায়ণ কালচারাল এন্ড অ্যাথলেটিক্স ক্লাবের দুর্গোৎসবের আনন্দে মেতে উঠতে দেখা ৮-৮০ প্রত্যেকেই। চলতি বছরে ধূপগুড়ি উত্তরায়ণ কালচারাল এন্ড অ্যাথলেটিক্স ক্লাবের বিসর্জনের শোভাযাত্রা কার্নিভালেরও থাকছে বিশেষ চমক।

 

উত্তরায়ণ কালচারাল এন্ড অ্যাথলেটিক্স ক্লাবের চলতি বছরের দুর্গাপূজা কমিটির সম্পাদক সৌম্যজিৎ সিনহা বলেন, আমরা চাই সকলে ভাতৃত্ববোধের মধ্য দিয়ে দুর্গাপূজার আনন্দে মেতে উঠুক। তিনি বলেন এবারে আমাদের মুল আকর্ষণ অযোধ্যার রাম মন্দির , ও প্রতিমায় রয়েছে ইহুদি আদলে দুর্গা প্রতিমা। সব মিলিয়ে বিগত ৪৯ তম বর্ষে শারদোৎসবে দর্শনার্থীদের চমক দেওয়া উত্তরায়ণ কালচারাল এন্ড অ্যাথলেটিক্স ক্লাবের ৫০তম সুবর্ণ জয়ন্তী বর্ষের শারদোৎসবের চমক দেখতে উৎসুক আপামর পশ্চিমবঙ্গ বাসী। সকলকে সাদর আমন্ত্রণ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top