করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সকালে টুইট করে জানালেন তিনি। টুইটে কেজরিওয়াল লিখেছেন, ‘আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ। হালকা উপসর্গ রয়েছে। বাড়িতে আইসোলেশনের রয়েছি। গত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা দয়া করে নিজেকে আইসোলেট করুন এবং করোনা পরীক্ষা করুন।
ডিসেম্বরের শেষ থেকে ফের থাবা বসাতে শুরু করেছে করোনা। সেই সঙ্গে এবার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন গ্রাস করতে শুরু করেছে দেশজুড়ে। এই অবস্থায় একের পর এক রাজ্যের মন্ত্রী, ডাক্তার, নার্সরা করোনার কবলে পড়ছেন। এবার দিল্লির মুখ্যমন্ত্রীর শরীরেও মিলল সংক্রমণ।
দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯ জন। যা রবিবারের তুলনায় ২৮ শতাংশ বেশি। করোনার বাড়বাড়ন্তের জেরে গত সপ্তাহ থেকেই দিল্লিতে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। দোকানপাটও ৫০ শতাংশ করে খুলছে। আরোপ করা হয়েছে নাইট কার্ফুও। সংক্রমণ ঠেকাতে কঠোর করা হয়েছে কোভিড বিধি।এবার করোনায় আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন সকালে তিনি টুইট করে বিষয়টি জানিয়েছেন। সেখানেই তিনি উল্লেখ করেছেন, মৃদু উপসর্গ রয়েছে। তিনি হোম আইসোলেশনে রয়েছেন বলেও জানিয়েছেন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, দিল্লিতে এবার আক্রান্তদের বেশিরভাগই ওমিক্রন আক্রান্ত। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন এব্যাপারে বলতে গিয়ে জানিয়েছেন সেখানে যত নমুনা পরীক্ষার করা হয়েছে, তার মধ্যে ৮১ শতাংশই ওমিক্রন। তিনি বলেছেন গত দুদিনে ১৮৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ১৫২ জন ওমিক্রন আক্রান্ত।দিল্লি বিধানসভায় তিনি জানিয়েছেন ৩০-৩১ ডিসেম্বর তিনটি ল্যাব ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্স, লোকনায়েক হাসপাতাল এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলে পরীক্ষা হওয়া ৮৪ শতাংশ নমুনাই ওমিক্রনের।