নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২৪ শে আগস্ট : প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির মৃত্যু অপূরনীয় হ্মতি। শনিবার এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ।
উল্লেখ্য, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে নয়াদিল্লির এইমসের ভরতি ছিলেন তিনি৷তার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিত্সার দায়িত্বে থাকা ডাক্তারদের দল প্রাক্তন অর্থমন্ত্রীকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু বিপদ এড়ানো গেল না। ৬৬ বছর বয়সে চলে গেলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি।
প্রসঙ্গত, গত বছর ২০১৮ থেকে কিডনি সমস্যা থেকে ভুগতে থাকেন তিনি৷ ডায়ালিসিস শুরু হয়৷ কিডনি প্রতিস্থাপনও হয়৷ তারপর ধরা পড়ে ক্যানসার৷ অসুস্থতার জেরে মোদীর মন্ত্রীসভায় মন্ত্রকের দায়িত্ব নিতেও চাননি তিনি। সেজন্যই ফেব্রুয়ারি মাসে অর্থমন্ত্রী হয়েও প্রথম মোদি সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ করতে দেখা যায়নি তাঁকে৷আর এই মৃত্যুর ঘটনা নিয়ে শনিবার খড়্গপুরে নিজের কার্যালয়ে এসে সাংবাদিকদের সামনে তিনি অরুন জেটলির বর্ননা করতে গিয়ে বলেন, তিনি বড় রাজনীতিবিদ তথা প্রশাসক ছিলেন।