অর্জুনপুর ‘আমরা সবাই ক্লাব’ পুজো মণ্ডপ সাময়িক বন্ধ

অর্জুনপুর ‘আমরা সবাই ক্লাব’ পুজো মণ্ডপ সাময়িক বন্ধ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা – দর্শনার্থীদের নিরাপত্তা ও অভিজ্ঞতা নিশ্চিত করতে অর্জুনপুরের ‘আমরা সবাই ক্লাব’ পুজো মণ্ডপ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রযুক্তিগত কিছু গোলযোগের কারণে মণ্ডপের ভিতরের কিছু সিস্টেম ঠিকমতো কাজ করছিল না। এজন্য সোমবার সকাল ৭টা থেকে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমস্যার সমাধান হলে দ্রুত মণ্ডপ আবার সকলের জন্য খোলা হবে।

১৯৭৩ সালে যাত্রা শুরু করা এই ক্লাব প্রতি বছর সৃজনশীল থিমের পুজোর জন্য পরিচিত। এবারের থিম ‘মুখোমুখি’ দর্শকদের দেবীর সঙ্গে সরাসরি সংযোগ এবং নিজের অন্তরের শক্তির সঙ্গে সাক্ষাৎ করার ভাবনা উপস্থাপন করছে। মণ্ডপের কেন্দ্রে স্থাপিত স্টেইনলেস স্টিলের কাইনেটিক কাঠামো এবং মাতৃশক্তির প্রতিমা দর্শকদের মুগ্ধ করছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, এই মণ্ডপের মাধ্যমে দর্শকদের বার্তা দেওয়া হচ্ছে যে জ্ঞান সমাজকে বদলাতে পারে এবং শিক্ষা দেয় শক্তি। প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ মণ্ডপ পরিদর্শনে আসে। প্রযুক্তিগত সমস্যা সাময়িক হলেও দর্শকদের অভিজ্ঞতা খারাপ না হওয়ার জন্য দ্রুত সমাধান করা হচ্ছে। পাশাপাশি, দর্শকদের সুরক্ষার জন্য মণ্ডপের সামনের অংশ স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


RECOMMENDED FOR YOU.....

Scroll to Top