নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর,২রা সেপ্টেম্বর : বিজেপি সাংসদ অর্জুন সিং-এর উপর হামলার প্রতিবাদে রাজ্যের সমস্ত জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। বিজেপির পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচীকে কেন্দ্র করে গোটা পুলিশ সুপার অফিস চত্বর পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বিজেপির বিক্ষোভ কর্মসূচীতে শামিল হন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নির্মল দাম, সাধারন সম্পাদক বিশ্বজিৎ লাহিড়ী সহ অন্যান্য জেলা নেতৃত্ব। কয়েকশো বিজেপি কর্মী সমর্থক দলীয় নেতা অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদে সোমবার উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে।
রবিবার তৃনমূল- বিজেপি সংঘর্ষে রনক্ষেত্রের চেহারা নিয়েছিল উত্তর ২৪ পরগনার শ্যামনগর, জগদ্দল ও কাঁকিনাড়া এলাকায়। সংঘর্ষে মাথা ফেটে যায় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। মাথায় সাতটি সেলাই পড়ে তাঁর। কলকাতার অ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অর্জুন সিং। বিজেপির অভিযোগ, পুলিশের লাঠির আঘাতে গুরুতর জখম হয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এরই প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে প্রতিটি জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বিজেপি। এরই অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুর জেলা বিজেপি পক্ষ থেকে রায়গঞ্জ কর্নজোড়ায় জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা।