অর্জুন সিং প্রসঙ্গে কী বললেন দিলীপ ঘোষ? । নিউটাউনের ইকোপর্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন কোন অশনি সংকেত দেখতে পাচ্ছেন কিনা রাজ্য রাজনীতিতে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, অশনিসংকেত কিছু না। অনেক লোক এসেছিল, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এসেছিল এখন দেখছে সম্ভব হচ্ছে না অসুবিধা হচ্ছে একজন যেতেও পারে কি করতে এসেছিলেন জানিনা যখন ক্ষমতার কাছাকাছি পার্টি যায় তখন অনেক লোক আসে ক্ষমতার অলিন্দে সবাই থাকতে থাকতে চায় ক্ষমতার বিরুদ্ধে থাকতে মুশকিল হয়।
আজকে কলকাতায় বিজেপির সাংগাঠনিক বৈঠক প্রসঙ্গে তিনি জানান, আজকে বৈঠকে ভার্চুয়াল ভাবে যোগ দেব। আমি দিল্লি থাকবো দিল্লি থেকে বৈঠকে যোগ দেব। দিল্লি সফর প্রসঙ্গে তিনি বলেন, তিনদিন আমার বৈঠক আছে দিল্লিতে সাংগঠনিক ও পার্লামেন্টারি আজ-কাল-পরশু দিল্লিতে থাকবো।
অর্জুন সিং সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগদান করলে ভালো হতো এই প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার নৈতিকতার ব্যাপার দল ছাড়লেন, প্রতীক ছাড়লেন, পদ ছাড়াও উচিত সেটা ঠিক করবেন কি করবেন না করবেন রাজনীতির মধ্যে নৈতিকতা নীতি ধীরে ধীরে কমে যাচ্ছে অভাব হয়ে যাচ্ছে এইভাবে কি হয় পার্টির লাভ-ক্ষতির চাইতে রাজনীতির ক্ষতি বেশি হয়।
তৃণমূলে যোগ দিয়ে রাজ্য বিজেপি ফেসবুকে সংগঠন করে অর্জুন সিং এর এই মন্তব্যের জবাবে তিনি বলেন,
উনি রাজ্য বিজেপির একজন নেতা ছিলেন এবং গত এক বছরে ৬০ জনের বেশি কর্মী বাংলায় খুন হয়েছে। এরকম হতো না বলে প্রশ্ন তোলেন, বাড়িতে বসে থাকলে সিপিএম কংগ্রেসের মতো খুন হত না, কিছু না কিছু করেছে তিনি নিজেও সেই অত্যাচারের টার্গেট হয়েছেন একশোর বেশি কেস তার ওপরে হয়েছে আমার ওপরে বাংলার সমস্ত কোর্টে কেস আছে বিজেপি যদি কিছু না করত বিজেপি টার্গেট হতো না বিজেপি বাংলায় বিরোধী দল হতো না।
আর ও পড়ুন পাকা আমের পাটিসাপটা
রাষ্ট্রপতি নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে এই ভাঙ্গন। এপ্রসঙ্গে তিনি বলেন, সারা বছর হচ্ছে গত এক বছর ধরে আমরা এই ধরনের পরিস্থিতির সহ্য করেছি যারা ভেবেছিলেন বিজেপি ক্ষমতায় এসে যাবে বলে এসেছিলেন হয়নি তাই জন্য অনেকে ফিরে যাচ্ছেন আমি আবার বলছি পার্টি যারা দাঁড় করিয়েছেন ২০১৯ সাল থেকে পার্টি যেভাবে দ্রুতগতিতে বিস্তার লাভ করেছে সেই সমস্ত কর্মীরা আছেন তাদেরকে ব্যাকফুটে চলে যেতে বাধ্য করা হয়েছে। যাদেরকে ফ্রন্টফুটে আনা হয়েছিল তারাই চলে যাচ্ছেন।
অর্জুন সিং এর পুত্র তিনিও যোগদান করতে চলেছেন এই প্রসঙ্গে তিনি বলেন, এর আগেও দেখেছি স্বাভাবিক আছে এখানকার একটি পরিবারকে বাপ বেটা ধীরে ধীরে গিয়েছিলেন তারা এখন কোথায় আছেন সেটা নিয়ে সিবিআই তদন্ত করতে হবে।।