অর্পিতার ফ্ল্যাটে সবংয়ের সাউ বস্ত্রালয়ের পলিমোড়ক! ঘটনায় তোলপাড়, চলছে কানাঘুষো!। অর্পিতার ফ্ল্যাটে সবংয়ের সাউ বস্ত্রালয়ের পলিমোড়ক! ঘটনায় তোলপাড়, চলছে কানাঘুষো! অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ভুরি ভুরি টাকা উদ্ধার করেছে ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে, শুধু ওয়ারড্রোব নয়, অর্পিতার ফ্ল্যাটের শৌচাগার থেকেও গোছা গোছা টাকা পাওয়া গিয়েছে। বেলঘরিয়ায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২৭ কোটি ৯০ লক্ষ। ৪.৩১ কোটি টাকার সোনা, সোনার বাট, এছাড়াও দলিল, সম্পত্তি সংক্রান্ত নথিপত্র এবং কয়েক হাজার টাকার বাতিল নোট। যদিও এখনও পর্যন্ত এই উদ্ধার হওয়া টাকার পরিমাণ ইডির তরফে আনুষ্ঠানিক বিবৃতি না দেওয়া পর্যন্ত তা সমর্থনযোগ্য নয়।
আর সেই টাকার পাহাড়ে দেখা গেল একটি কাপড়ের দোকানের (পলিমোড়ক)পলিথিন ব্যাগ। যে ব্যাগের উপরে জ্বল জ্বল করে লেখা ‘সাউ বস্ত্রালয়’। আর এই ঘটনা নিয়েই এবার শুরু হল কানাঘুষো! উল্লেখ্য, ‘সাউ বস্ত্রালয়’ নামে এই প্রসিদ্ধ জামাকাপড়ের দোকানটি পশ্চিম মেদিনীপুর জেলার একেবারে সবং বাজারের অবস্থিত। গত রাতের এই ফুটেজ বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে প্রচার হবার পরেই শালা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি ঘটনায় সবং এরও কোনও যোগসূত্র রয়েছে? সবংয়ের কোনও বাসিন্দা কি টাকা নিয়ে পৌঁছে দিয়েছিলেন ওই ঠিকানায়। নাকি দোকানের মালিক কারও চাকরির তাবেদারির জন্য পলিমোড়কে করে পৌঁছে দিয়েছিলেন? উঠছে নানা প্রশ্ন!
আরও পড়ুন- সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে বাঁকুড়ার শালবনি গ্রাম
উল্লেখ্য, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ভুরি ভুরি টাকা উদ্ধার করেছে ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে, শুধু ওয়ারড্রোব নয়, অর্পিতার ফ্ল্যাটের শৌচাগার থেকেও গোছা গোছা টাকা পাওয়া গিয়েছে। বেলঘরিয়ায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২৭ কোটি ৯০ লক্ষ। ৪.৩১ কোটি টাকার সোনা, সোনার বাট, এছাড়াও দলিল, সম্পত্তি সংক্রান্ত নথিপত্র এবং কয়েক হাজার টাকার বাতিল নোট। যদিও এখনও পর্যন্ত এই উদ্ধার হওয়া টাকার পরিমাণ ইডির তরফে আনুষ্ঠানিক বিবৃতি না দেওয়া পর্যন্ত তা সমর্থনযোগ্য নয়। আর সেই টাকার পাহাড়ে দেখা গেল একটি কাপড়ের দোকানের (পলিমোড়ক)পলিথিন ব্যাগ।
যে ব্যাগের উপরে জ্বল জ্বল করে লেখা ‘সাউ বস্ত্রালয়’। আর এই ঘটনা নিয়েই এবার শুরু হল কানাঘুষো! উল্লেখ্য, ‘সাউ বস্ত্রালয়’ নামে এই প্রসিদ্ধ জামাকাপড়ের দোকানটি পশ্চিম মেদিনীপুর জেলার একেবারে সবং বাজারের অবস্থিত। গত রাতের এই ফুটেজ বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে প্রচার হবার পরেই শালা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি ঘটনায় সবং এরও কোনও যোগসূত্র রয়েছে? সবংয়ের কোনও বাসিন্দা কি টাকা নিয়ে পৌঁছে দিয়েছিলেন ওই ঠিকানায়। নাকি দোকানের মালিক কারও চাকরির তাবেদারির জন্য পলিমোড়কে করে পৌঁছে দিয়েছিলেন? উঠছে নানা প্রশ্ন!