অলঙ্কারের দোকানে লুটপাটের ঘটনায় গ্রেফতার ২

অলঙ্কারের দোকানে লুটপাটের ঘটনায় গ্রেফতার ২

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অলঙ্কারের দোকানে লুটপাটের ঘটনায় গ্রেফতার ২ । অলঙ্কারের দোকানে লুটপাটের ঘটনায় পুলিস দু’জনকে গ্রেপ্তার করলো। ধৃতদের নাম বাজিত শা ওরফে বাবলু ও সাহাবুল শেখ। মুর্শিদাবাদরে সাগরপাড়া থানার খৈরামারিতে তাদের বাড়ি। আউশগ্রামে অলঙ্কারের দোকানে ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, আউশগ্রাম থানার বেলুটির বাসিন্দা প্রবীর কুমার সেনের কালীদহ বাজারে অলঙ্কারের দোকান রয়েছে। গত ৯ মার্চ রাত ৮টা নাগাদ তিনি দোকান বন্ধ করছিলেন। সেই সময় ৩-৪ জন দুষ্কৃতি পিছন থেকে তাঁর উপর হামলা চালায়। তাঁর কাছে থাকা গয়নার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে। প্রবীর প্রাণপণ বাধা দেন। দুষ্কৃতিদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়।

আর ও পড়ুন    তপন কান্দু খুনের ঘটনায় খুনির স্কেচ প্রকাশ করলো পুলিশ

শেষমেশ দুষ্কৃতিরা তাঁর কাছে থাকা ৩টি ব্যাগ ও মোবাইল নিয়ে পালায়। ব্যাগে ১০ ভরি সোনার, ২ কেজি রুপোর গয়না, ২ লক্ষ ৫০ হাজার টাকা হিসেবের খাতা ছিল। যাওয়ার সময় দুষ্কৃতিরা দু-তিনটি বোমা ফাটায়। যদিও বোমার ঘায়ে কেউ জখম হয়নি। ঘটনার দিনই প্রবীর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে বুধবার দুপুরে বাড়ি থেকে পুলিস দুজনকে গ্রেপ্তার করে। লুটপাটে জড়িত থাকার কথা ধৃতরা কবুল করেছে বলে পুলিসের দাবি। ঘটনার দিন দুষ্কৃতিরা একটি গাড়িতে চেপে এসেছিল।

 

গাড়িটি ঘটনাস্থলের কিছুটা দূরে দাঁড় করানো ছিল। সাহাবুল গাড়িটির চালক ছিল। বাজিত কুখ্যাত দুষ্কৃতি বলে জানিয়েছে পুলিস। তার বিরুদ্ধে হুগলির বলাগড়, মুর্শিদাবাদের জলঙ্গি, হরিহরপাড়া ও পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানা এলাকায় বেশ কয়েকটি কেস রয়েছে। ডাকাতি, লুটপাটের পাশাপাশি মাদকের কারবারেও সে জড়িত বলে জেনেছে পুলিস। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। শনাক্ত করণের জন্য বাজিতের টিআই প্যারেডের আবেদন জানান তদন্তকারী অফিসার। পঞ্চম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে টিআই প্যারেড করানোর জন্য নিের্দশ দিয়েছেন সিজেএম। ধৃতদের ৩০ মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নিের্দশ দেন বিচারক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top