Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
India's greatest achievement of all time in the history of the Olympics

অলিম্পিকের ইতিহাসে ভারতের সর্বকালীন সেরা সাফল্য

অলিম্পিকের ইতিহাসে ভারতের সর্বকালীন সেরা সাফল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
অলিম্পিকের

অলিম্পিকের ইতিহাসে ভারতের সর্বকালীন সেরা সাফল্য। টোকিও অলিম্পিকে ভারত সাতটি পদক জিতেছে। এর আগে এত সংখ্যক পদক ভারত কোনও অলিম্পিক থেকে জিততে পারেনি। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা ছিল মেরি কম ও মনপ্রীত সিংয়ের হাতে। সমাপ্তি অনুষ্ঠানে বজরং পুনিয়া এই দায়িত্ব সামলান। অভিনব বিন্দ্রা ২০০৮ সালে অলিম্পিকে শ্যুটিংয়ে সোনা জিতলেও টোকিও অলিম্পিকের আগে অবধি অ্যাথলেটিক্সে ভারত সোনা জেতেনি কখনও।

 

সেই অপ্রাপ্তিই এবার পূরণ করলেন নীরজ চোপড়া। স্বাধীনতার পর অলিম্পিকের অ্যাথলেটিক্সে এই প্রথম কোনও পদক জিতল ভারত। ৭ অগাস্ট পুরুষদের জ্যাভলিন থ্রো থেকে ভারতকে বহু প্রতীক্ষিত সোনা এনে দেন নীরজ চোপড়া। সোনার পাশাপাশি টোকিও অলিম্পিকে ভারত দুটি রুপো জিতেছে। এবারের অলিম্পিকে ভারতের প্রথম পদকটি অবশ্য এনে দিয়েছিলেন সাইখম মীরাবাঈ চানু। মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলনে তিনি রুপো জেতেন ২৪ জুলাই। ৫ অগাস্ট পুরুষদের ৫৭ কেজি বিভাগের ফ্রিস্টাইল কুস্তিতে রুপো জয় রবি কুমার দাহিয়ার। টোকিও অলিম্পিকে ভারত জিতেছে চারটি ব্রোঞ্জ।

 

ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ১ অগাস্ট ব্রোঞ্জ জেতেন পিভি সিন্ধু। দেশের প্রথম শাটলার হিসেবে তাঁর ঝুলিতে রয়েছে দুটি অলিম্পিক পদক। এরপর ৪ অগাস্ট মহিলাদের ওয়েল্টারওয়েট বক্সিংয়ে ব্রোঞ্জ জেতেন লাভলিনা বরগোঁহাই। ৫ অগাস্ট ভারতের পুরুষ হকি দল ৪১ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অলিম্পিকে পদক জয় করে, জেতে ব্রোঞ্জ। পুরুষদের ফ্রিস্টাইল ৭৫ কেজি বিভাগের কুস্তিতে অগাস্টের ৭ তারিখ ব্রোঞ্জ জেতেন বজরং পুনিয়া।

 

আর ও পড়ুন    দক্ষিন দিনাজপুর জেলার ফরেস্ট সংলগ্ন পিকনিক স্পটে বনভোজন বন্ধ রাখার নোটিশ

 

১৯৮০ সালের অলিম্পিকের পর থেকে ভারত কখনও অলিম্পিকের হকিতে পদক জেতেনি। যদিও মনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন হকি দল ব্রোঞ্জ জিতে ভারতীয় হকির পুনরুজ্জীবনকে ত্বরান্বিত করল। ভারতের পুরুষ হকি দলের পাশাপাশি রানি রামপালের মহিলা দলও চমকপ্রদ পারফরম্যান্স দেখাল টোকিও অলিম্পিকে। তবে আপ্রাণ লড়াই চালিয়েও অল্পের জন্য পদক হাতছাড়া হয়।

 

উল্লেখ্য,অলিম্পিকের ইতিহাসে ভারতের সর্বকালীন সেরা সাফল্য। টোকিও অলিম্পিকে ভারত সাতটি পদক জিতেছে। এর আগে এত সংখ্যক পদক ভারত কোনও অলিম্পিক থেকে জিততে পারেনি। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা ছিল মেরি কম ও মনপ্রীত সিংয়ের হাতে। সমাপ্তি অনুষ্ঠানে বজরং পুনিয়া এই দায়িত্ব সামলান। অভিনব বিন্দ্রা ২০০৮ সালে অলিম্পিকে শ্যুটিংয়ে সোনা জিতলেও টোকিও অলিম্পিকের আগে অবধি অ্যাথলেটিক্সে ভারত সোনা জেতেনি কখনও।

 

সেই অপ্রাপ্তিই এবার পূরণ করলেন নীরজ চোপড়া। স্বাধীনতার পর অলিম্পিকের অ্যাথলেটিক্সে এই প্রথম কোনও পদক জিতল ভারত। ৭ অগাস্ট পুরুষদের জ্যাভলিন থ্রো থেকে ভারতকে বহু প্রতীক্ষিত সোনা এনে দেন নীরজ চোপড়া। সোনার পাশাপাশি টোকিও অলিম্পিকে ভারত দুটি রুপো জিতেছে। এবারের অলিম্পিকে ভারতের প্রথম পদকটি অবশ্য এনে দিয়েছিলেন সাইখম মীরাবাঈ চানু। মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলনে তিনি রুপো জেতেন ২৪ জুলাই। ৫ অগাস্ট পুরুষদের ৫৭ কেজি বিভাগের ফ্রিস্টাইল কুস্তিতে রুপো জয় রবি কুমার দাহিয়ার। টোকিও অলিম্পিকে ভারত জিতেছে চারটি ব্রোঞ্জ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top