
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১৭ মে, অল্পের জন্য প্রাণে বাঁচলো দুর্গাপুরের নিউটাউনশীপ থানার অন্তর্গত এবিএল টাউনশিপের জনা পঁচিশ মানুষ। রবিবার ভোরে আবাসনের সিঁড়ির তলায় থাকা ইলেকট্রিক বোর্ড থেকে শর্ট সার্কিটে আগুন ছড়িয়ে পড়ে। সিঁড়ির নিচে থাকা চারটি মোটরবাইক ও চারটি সাইকেল আগুনে পুড়ে যায়।
আগুনের লেলিহান শিখা এরপর আবাসনের ভেতর দিয়ে চার তলার ছাদে চলে যায়, কার্যতঃ গৃহবন্দী হয়ে পড়ে ছয়টি ঘরের পঁচিশ জন মানুষ।
কোনোরকমে পেছনের দরজা ভেঙে বেড়িয়ে কিছু আবাসিক দমকল কর্মীদের খবর দেয়। প্রায় তিরিশ মিনিটের চেষ্টায় কোনোক্রমে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। আগুনের লেলিহান শিখা এতটাই ভয়ঙ্কর ছিল যে আবাসনের সামনের ছয়টি ঘরের দরজা পুড়ে যায়।



















