অল্প পোশাকে ইরা যেন যৌবনের উৎসবে অংশ নিলেন

অল্প পোশাকে ইরা যেন যৌবনের উৎসবে অংশ নিলেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৭ ডিসেম্বর, বড় পর্দায় আসতে চলেছে এবার আমির কন্যা ইরা খান।নেট দুনিয়ার নয়া সেনসেশন আমির খান-এর কন্যা ইরা খান। বাবার মতোই সেও বেশ হটকে কিন্তু সেটা ইরা প্রমান করেছেন কিছুটা অন্যভাবে।ইদানিং সুপার হট ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ইরা।ইরা কিন্তু বলিউডে আসতে চান অভিনেত্রী হিসেবে নয়, বরং পরিচালক হিসেবেই আত্মপ্রকাশ করতে চান ইরা।

সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সক্রিয় না হলেও সুপার হট ইরা খান-এর ছবি ইন্টারনেটের জগতে ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। তাঁর স্টাইলের জন্য তিনি ফ্যানেদের কাছে খুবই পছন্দের।বলিউডের মিস্টার পারফেকশনিস্ট নামে খ্যাত অভিনেতা আমির খানের (Aamir Khan) কন্যা ইরা খান (Ira Khan), সম্প্রতি আবার এক ফোটোশ্যুটের ছবি ভাইরাল হয়ে পড়ল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷ যা দেখে রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা৷ছবিতে তাঁকে বোল্ড অবতারেই দেখা গিয়েছে।এক পাহাড়ি জায়গায় অল্প পোশাকে ইরা যেন যৌবনের উৎসবে অংশ নিলেন৷আমির খান ও প্রাক্তন স্ত্রী রীনা দত্তর সন্তান ইরা।জানা যায়, আমির-রীনার বিচ্ছেদ হয়ে গেলেও, বরাবরই বাবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে ইরার।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top