অল বাংলা ইমাম – মুয়াজ্জীন অ্যাসোসিয়েশনের এর ডাকে জঙ্গিপুর মহকুমা সম্মেলন জঙ্গিপুরে। এইদিন অর্থাৎ শনিবার জঙ্গিপুর পৌরসভার রবীন্দ্র ভবনে আয়োজিত হয় এই সম্মেলন। সম্মেলন থেকে মূলত বার্তা দেওয়া হয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভয়াবহ ডেঙ্গু প্রকার আকার ধারন করেছে তা প্রতিরোধ করার পাশাপশি বাল্যবিবাহ প্রতিরোধ,ও ইমাম ও মোয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির দাবিতে সরব হন অল বাংলা ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের নেতৃত্ব ও সদস্যবৃন্দরা।
আজকের এই সভায় উপস্থিত ছিলেন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের স্বামীজি।তিনি বলেন অল বাংলা ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন দেশ,জাতি,শিক্ষা ও মানুষের জন্য কাজ করে চলেছে, তাই তিনি বলেন ইমাম মুয়াজ্জিনকে যে ভাতা রাজ্য সরকার দিয়ে থাকে সে ভাতার মূল্য একদম কম, সেই ভাতার মূল্য বৃদ্ধি করতে হবে। এছাড়াও তিনি বলেন সর্ব ধর্মের যে সমস্ত ধর্মীয় গুরুরা রয়েছেন তারা তারা দেশ ও জাতির জন্য কাজ করে চলেছে। তাই তাদের পরিবহনে বিভিন্ন জায়গা যাতায়াতের বিনামূল্যে সুব্যবস্থা করে দিতে হবে বলে দাবি করেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী কাছে।।
আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন অল-ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মাওলানা নিজামউদ্দিন বিশ্বাস ,তিনি বলেন শিক্ষা,স্বাস্থ্য বিষয় নিয়ে যে সমস্যা তার দূরীকরণের ইমামদের ভূমিকা ও কার্যকলাপ রয়েছে যথেষ্ট। এছাড়াও তিনি আজকের এই সভা থেকে জোরালো দাবি করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি বলেন বর্তমান বাজারে যে হারে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হয়েছে তাতে করে সামান্য পরিমাণ যে ভাতা রাজ্য সরকার দিয়ে থাকে তাতে করে ইমাম এবং মুয়াজ্জিনদের সংসার চালানো বড় কঠিন।
তাই তিনি ইমামদের ১০ হাজার টাকা ও মুয়াজ্জিনদের ৫০০০ টাকার ভাতার। আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন জঙ্গিপুর (SDPO) বিদ্যুৎ তরফদার,অল ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের জঙ্গিপুর মহাকুমা সভাপতি সানাউল্লাহ বিশ্বাস,মহকুমা সেক্রেটারি মাওলানা আনিকুল ইসলাম,জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ফিরোজ শেখ, পুরুষোত্তম হালদার, সহ ২ শতাধিকের বেশি সন্মানীয় ইমাম ও মুয়াজ্জিন গণ।