Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Former chairman Behrampur arrested making indecent gestures a woman

মহিলাকে  অশালীন ইঙ্গিতের অভিযোগে গ্রেফতার  বহরমপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান

মহিলাকে  অশালীন ইঙ্গিতের অভিযোগে গ্রেফতার  বহরমপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
অশালীন

মহিলাকে  অশালীন ইঙ্গিতের অভিযোগে গ্রেফতার  বহরমপুর পৌর সভার প্রাক্তন চেয়ারম্যান।  মহিলাকে কটুক্তি,  অশালীন ইঙ্গিতের অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার মুর্শিদাবাদ জেলার  বহরমপুর পৌর সভার প্রাক্তন চেয়ারম্যান  নীলরতন আঢ্য ।

 

এক মহিলার অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে নিজের বাড়ি থেকে নীলরতনকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। আজই তাকে কোর্টে তোলা হবে।১৮ বছর বহরমপুর পৌরসভার চেয়ারম্যান  ছিলেন নীলরতন আঢ্য। ২০১৬ সালের  সেপ্টেম্বরে দীর্ঘদিনের দল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন নীলরতন। নীলরতনের সাথেই দল ছাড়েন  ১৭ জন কংগ্রেস কাউন্সিলর।

 

পৌরসভার ক্ষমতা যায় তৃণমূল কংগ্রেসের হাতে। ২০১৮ সালে পৌরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষের পর দলের সাথে যোগাযোগ কমে আসে নীলরতনের। অন্যান্য পৌরসভায় প্রাক্তনদের দায়িত্ব দেওয়া হলেও নীলরতন আঢ্যকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি । নীলরতন আঢ্যের বিরুদ্ধে  দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ আনে তৃণমূল কংগ্রেসেরই একাংশ । তদন্ত কমিটিও গঠন করা হয় ।

 

এর পরেই দলের সাথে দূরত্ব বাড়ে নীলরতন আঢ্যের। তবে এই বছর বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে Congress  ফেরেন নীলরতন। আসন্ন পৌরসভা নির্বাচনে ফের কংগ্রেসের হয়ে রাজনৈতিক ময়দানে নামছিলেন বলে রাজনৈতিক সূত্রের খবর। তার আগে নীলরতনের গ্রেফতারির ঘটনায় চাঞ্চল্য রাজনৈতিক মহলে।

 

আর ও  পড়ুন  শিয়ালের আক্রমণে জখম ৪ কৃষক, পিটিয়ে মারা হলো শিয়াল    

 

উল্লেখ্য,মহিলাকে কটুক্তি,  অশালীন ইঙ্গিতের অভিযোগে গ্রেফতার  বহরমপুর পৌর সভার প্রাক্তন চেয়ারম্যান।  মহিলাকে কটুক্তি,  অশালীন ইঙ্গিতের অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার  বহরমপুর পৌর সভার প্রাক্তন চেয়ারম্যান  নীলরতন আঢ্য ।এক মহিলার অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে নিজের বাড়ি থেকে নীলরতনকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। আজই তাকে কোর্টে তোলা হবে।১৮ বছর বহরমপুর পৌরসভার চেয়ারম্যান  ছিলেন নীলরতন আঢ্য। ২০১৬ সালের  সেপ্টেম্বরে দীর্ঘদিনের দল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন নীলরতন। নীলরতনের সাথেই দল ছাড়েন  ১৭ জন কংগ্রেস কাউন্সিলর।

 

পৌরসভার ক্ষমতা যায় তৃণমূল কংগ্রেসের হাতে। ২০১৮ সালে পৌরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষের পর দলের সাথে যোগাযোগ কমে আসে নীলরতনের। অন্যান্য পৌরসভায় প্রাক্তনদের দায়িত্ব দেওয়া হলেও নীলরতন আঢ্যকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি । নীলরতন আঢ্যের বিরুদ্ধে  দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ আনে তৃণমূল কংগ্রেসেরই একাংশ । তদন্ত কমিটিও গঠন করা হয় ।এর পরেই দলের সাথে দূরত্ব বাড়ে নীলরতন আঢ্যের। তবে এই বছর বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে Congress  ফেরেন নীলরতন। আসন্ন পৌরসভা নির্বাচনে ফের কংগ্রেসের হয়ে রাজনৈতিক ময়দানে নামছিলেন বলে রাজনৈতিক সূত্রের খবর। তার আগে নীলরতনের গ্রেফতারির ঘটনায় চাঞ্চল্য রাজনৈতিক মহলে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top