বিষ প্রয়োগ করে পুকুরের মাছ মেরে ফেলার অভিযোগ উঠলো অশোকনগরে । ক্ষতি দেড় লক্ষাধিক টাকার । তদন্তে অশোকনগর থানার পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর কল্যাণগড় পৌরসভার ১৯ ওয়ার্ডের বিল্ডিং মোড় এলাকায় একটি পুকুরে লাগলো মাছের মড়ক । বুধবার থেকে ধীরে ধীরে মরে ভেসে উঠছে পুকুরের সব মাছ । ক্ষতি হয়েছে প্রায় দেড় লক্ষাধিক টাকার ।
জানা গিয়েছে অশোকনগর পুরসভার কাছ থেকে প্রায় দুই বিঘা জুরে থাকা সরকারি পুকুরের মাস তিনেক আগে লিজ নেয় পুকুর লাগোয়া শীতলা মন্দির কমিটির সদস্যরা । লিজ নেওয়ার পরেই প্রায় লক্ষাধিক টাকার বিভিন্ন ধরনের মাছ ছাড়া হয়েছিল যার মধ্যে রয়েছে চিতল, মৃগেল ,কাতলা, গ্লাস কাপ, নাদিম ,তেলাপিয়া, মোনোপিয়া, সহ বেশ কিছু মাছ ।
প্রায় তিন মাস পুকুর পরিষ্কার থেকে শুরু করে মাছের খাবার দেওয়াতে লেগেছে আরো কয়েক হাজার টাকা । মন্দির কমিটির সদস্যদের দাবি কেউ পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দিয়েছে, পুলিশ তার তদন্ত করুক । পাশাপাশি পুরসভার কাছে মাছ চাষের ক্ষতির জন্য অনুদানের দাবি করা হয়েছে ।ঘটনায় মন্দির কমিটির তরফে অশোকনগর থানায় লিখিত ডায়েরি করা হয়েছে । প্রতিদিনই মাছ মরে ভেসে উঠছে যার ফলে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে বলে জানিয়েছেন বাসিন্দারা ।
আর ও পড়ুন বছরের শেষ দিনে পুরুলিয়ার প্রতিটি স্পটে পিকনিক পার্টির ভিড়
উল্লেখ্য, পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ । ক্ষতি দেড় লক্ষাধিক টাকার । তদন্তে অশোকনগর থানার পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর কল্যাণগড় পৌরসভার ১৯ ওয়ার্ডের বিল্ডিং মোড় এলাকায় একটি পুকুরে লাগলো মাছের মড়ক । বুধবার থেকে ধীরে ধীরে মরে ভেসে উঠছে পুকুরের সব মাছ । ক্ষতি হয়েছে প্রায় দেড় লক্ষাধিক টাকার । জানা গিয়েছে অশোকনগর পুরসভার কাছ থেকে প্রায় দুই বিঘা জুরে থাকা সরকারি পুকুরের মাস তিনেক আগে লিজ নেয় পুকুর লাগোয়া শীতলা মন্দির কমিটির সদস্যরা ।
লিজ নেওয়ার পরেই প্রায় লক্ষাধিক টাকার বিভিন্ন ধরনের মাছ ছাড়া হয়েছিল যার মধ্যে রয়েছে চিতল, মৃগেল ,কাতলা, গ্লাস কাপ, নাদিম ,তেলাপিয়া, মোনোপিয়া, সহ বেশ কিছু মাছ । প্রায় তিন মাস পুকুর পরিষ্কার থেকে শুরু করে মাছের খাবার দেওয়াতে লেগেছে আরো কয়েক হাজার টাকা । মন্দির কমিটির সদস্যদের দাবি কেউ পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দিয়েছে, পুলিশ তার তদন্ত করুক । পাশাপাশি পুরসভার কাছে মাছ চাষের ক্ষতির জন্য অনুদানের দাবি করা হয়েছে ।ঘটনায় মন্দির কমিটির তরফে অশোকনগর থানায় লিখিত ডায়েরি করা হয়েছে । প্রতিদিনই মাছ মরে ভেসে উঠছে যার ফলে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে বলে জানিয়েছেন বাসিন্দারা ।